Rabindranath Tagore looklike artist: জন্মদিনে জোড়াসাঁকোয় হাজির স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ! উপচে পড়ল ভিড়
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore )। এই নামটির সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ, ভালোলাগা, ভালোবাসা। জীবনের যে কোনও মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন তিনি। তাঁর গান, সাহিত্য, কবিতা প্রতিনিয়ত চলার পথের পাথেয়। তাই তো বিশ্বকবির জন্মদিন বিশেষভাবে পালন করে বাঙালি। শান্তিনিকেতন হোক বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সর্বত্র সকাল থেকে মানুষের ভিড়। ভোর থেকেই রবীন্দ্র অনুরাগীরা উপস্থিত হয়ে যান। গানে-কবিতায়-নৃত্যনাট্যে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। জুঁই-রজনীর সুবাসের সঙ্গে মিশে থাকে রবীন্দ্রনাথের কবিতার ছন্দ। দুই বছর করোনা পিরিয়ডে বাড়িতে বসেই রবীন্দ্রজয়ন্তী পালন করেছে বঙ্গবাসী। এখন কোভিড অতীত। ফের আগের মতোই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভোর থেকেই মানুষ ভিড় করতে শুরু করেছিলেন। হাতে ফুলের মালা নিয়ে রবীন্দ্রবরণে মেতে ছিল সকলে। ভিড়ের মাঝে একটি মুখ দেখে চমকে উঠল সকলে। ইনি কে ? এ কাকে দেখা যাচ্ছে ? এ যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore )। একই মুখ, সেই সুগভীর অতলস্পর্শী দুটি চোখ। কাঁধে শান্তিনিকেতনের ঝোলা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে দেখে অনেকেই চমকে উঠেছেন। কে তিনি ?
অবিকল কবিগুরুর মতো দেখতে এই ব্যক্তির নাম সোমনাথ ভদ্র (Somnath Bhadra)। বাড়ি হেদুয়ায়। পড়নে পায়জামা-পাঞ্জাবী, কাঁধে ব্যাগ, মাথায় কাঁচাপাকা চুল আর ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি। যাঁরা রবীন্দ্রসদন বা নন্দন চত্বরে প্রায় যান, তাঁরা এই ব্যক্তির সঙ্গে পরিচিত। গত বছর অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও আরও কিছু তথ্য চিত্রে কাজ করেছেন। তবে অভিনয়টা সখের। আসল কাজ কবিতা লেখা। আগে এমন দাড়ি রাখতেন না। কিন্তু এক বিখ্যাত ব্যক্তির পরামর্শে দাড়ি রাখা শুরু করেন। তারপর থেকে তাঁকে রাস্তায় দেখলে চমকে উঠত সকলে। অনেকেই সেলফি তোলার বায়না করেন। ফ্রিতে তিনি সেলফি তোলেন না। তার জন্য ১০০ টাকা করে নেন।
২৫ বৈশাখে প্রতি বছর নিয়ম করে জোড়াসাঁকো আসেন। এবছরও অন্যথা হয়নি। সকাল থেকেই কবিগুরুর জন্মভিটেয় হাজির ছিলেন। তাঁকে দেখে অনেকে সেলফির আবদার করেন। অন্যদিন টাকা নিলেও আজ কারও কাছে কিছু চাননি। ২৫ বৈশাখ বলে কথা। হাসি মুখেই সবার আবদার মেটালেন সোমনাথ বাবু।
অবিকল কবিগুরুর মতো দেখতে এই ব্যক্তির নাম সোমনাথ ভদ্র (Somnath Bhadra)। বাড়ি হেদুয়ায়। পড়নে পায়জামা-পাঞ্জাবী, কাঁধে ব্যাগ, মাথায় কাঁচাপাকা চুল আর ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি। যাঁরা রবীন্দ্রসদন বা নন্দন চত্বরে প্রায় যান, তাঁরা এই ব্যক্তির সঙ্গে পরিচিত। গত বছর অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও আরও কিছু তথ্য চিত্রে কাজ করেছেন। তবে অভিনয়টা সখের। আসল কাজ কবিতা লেখা। আগে এমন দাড়ি রাখতেন না। কিন্তু এক বিখ্যাত ব্যক্তির পরামর্শে দাড়ি রাখা শুরু করেন। তারপর থেকে তাঁকে রাস্তায় দেখলে চমকে উঠত সকলে। অনেকেই সেলফি তোলার বায়না করেন। ফ্রিতে তিনি সেলফি তোলেন না। তার জন্য ১০০ টাকা করে নেন।
২৫ বৈশাখে প্রতি বছর নিয়ম করে জোড়াসাঁকো আসেন। এবছরও অন্যথা হয়নি। সকাল থেকেই কবিগুরুর জন্মভিটেয় হাজির ছিলেন। তাঁকে দেখে অনেকে সেলফির আবদার করেন। অন্যদিন টাকা নিলেও আজ কারও কাছে কিছু চাননি। ২৫ বৈশাখ বলে কথা। হাসি মুখেই সবার আবদার মেটালেন সোমনাথ বাবু।
খুব সুন্দর।
ReplyDelete