Mandakini Ram Teri Ganga Maili: মন্দাকিনীকে নিয়ে রটেছিল একটি ভয়াবহ গুজব, আজও সেই স্মৃতি ভোলেননি তিনি
রাজ কাপুর তাঁর ‘রাম তেরি গঙ্গা মেইলি’ (Ram Teri Ganga Maili) ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। কয়েকশো মেয়ের অডিশন নিলেও সেই চেহারা তিনি পাচ্ছিলেন না। তারপর একদিন আবিষ্কার করলেন ইয়াসমিন জোশেফকে। তারপর বাকিটা ইতিহাস। ভাবছেন ইয়াসমিন জোশেফ কে ? পর্দায় যিনি মন্দাকিনী (Mandakini)। বাস্তবে তাঁর নাম ইয়াসমিন জোশেফ। বাবা খ্রিষ্টান আর মা কাশ্মীরি। প্রথম সিনেমা কত বড় হিট ছিল, তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ১৯৮৫ সালে রিলিজ ‘রাম তেরি গঙ্গা মেইলি’(Ram Teri Ganga Maili)। সেই সময়ে দাঁড়িয়ে ‘ব্লোড অবতারে’ ধরা দিয়েছিলেন মন্দাকিনী। যা এই প্রজন্মের নায়িকারাও পাড়বেন না। সেই কারণে তিনি সেই বছর ফিল্ম ফেয়ার পুরস্কার পান। বহুদিন দিন পর আবার দেখা গেল তাঁকে। সদ্য কপিল শর্মার শোতে এসেছিলেন। সঙ্গে ছিলেন সঙ্গীতা বিজলানি ও বর্ষা উসগাঁওকর। শোতে ‘রাম তেরি গঙ্গা মেইলি’ সহ অনেক বিষয়ে মুখ খোলেন মন্দাকিনী।
‘রাম তেরি গঙ্গা মেইলি’তে মন্দাকিনীকে (Mandakini) সুপার ব্লোড অবতারে দেখে পাগল হয়ে গিয়েছিল আসমুদ্র হিমাচল। বিশেষ করে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে ঝরনার জলে স্নান। বাধা ভেঙে ছিলেন তিনি। উত্তরাখণ্ডের সেই ঝরনা এখন ‘মন্দাকিনী ঝরনা’ নামেই খ্যাত। কপিল শর্মার শোতে জীবনের নানা বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। মন্দাকিনী বলেন, একবার রটে যায়, তাঁর বাবা নাকি তাঁকে গুলি করেছেন। এই রটনা প্রথমে তিনি জানতেন না। পরে শ্যুটিংয়ে গিয়ে তিনি দেখেন সবাই উদ্বিগ্ন। জিজ্ঞাসা করে আসল কথা জানতে পারেন। এই গুজব তাঁকে অবাক করেছিল।
মন্দাকিনী (Mandakini) আরও বলেন, ‘রাম তেরি গঙ্গা মেইলি’র (Ram Teri Ganga Maili) পর একাধিক সিনেমার অফার তিনি পেয়েছিলেন। একবার একটি ছবির ১০ দিন শ্যুটিং করার পর পরিচালক, প্রযোজক উধাও হয়ে যান। ভাগ্যিস তিনি অ্যাডভান্স হিসেবে কিছু টাকা নিয়ে রেখেছিলেন। এত রকম ঘটনার কথা জানালেও দাউদ প্রসঙ্গে কোন কথা উল্লেখ করেননি। একটা সময় বলিউড ছেড়ে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। পরে সারজায় একটি ক্রিকেট ম্যাচে দাউদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। যদিও সে সব ইতিহাস এখন অতীত। বিয়ে করে সন্তান নিয়ে সুখে আছেন। ছেলের বিয়ে দিয়ে এখন তিনি শাশুড়ি। বিয়ে করেছেন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী কাগিউর টি রিনপোচে ঠাকুরকে। কীভাবে তাঁর সঙ্গে আলাপ হল, তা বিস্তারিত ভাঙেননি মন্দাকিনী। শুধু জানান, তাঁর মা হিমাচল প্রদেশে থাকতেন। সেখানে যাতায়াত থেকেই আলাপ। প্রথম দিকে স্বামী হিন্দি বুঝতেন না। তখন দোভাষী ছিলেন মা। এখন রিনপোচে ঠাকুর হিন্দি শিখে নিয়েছেন। অনেকেই জানেন না। রিনপোচে ঠাকুর খুব ছোটবেলায় মডেল হয়েছিলেন। ৭০ এবং ৮০-এর দশকে তিনি মরফি রেডিওর প্রচারের মুখ ছিলেন।
‘রাম তেরি গঙ্গা মেইলি’তে মন্দাকিনীকে (Mandakini) সুপার ব্লোড অবতারে দেখে পাগল হয়ে গিয়েছিল আসমুদ্র হিমাচল। বিশেষ করে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে ঝরনার জলে স্নান। বাধা ভেঙে ছিলেন তিনি। উত্তরাখণ্ডের সেই ঝরনা এখন ‘মন্দাকিনী ঝরনা’ নামেই খ্যাত। কপিল শর্মার শোতে জীবনের নানা বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। মন্দাকিনী বলেন, একবার রটে যায়, তাঁর বাবা নাকি তাঁকে গুলি করেছেন। এই রটনা প্রথমে তিনি জানতেন না। পরে শ্যুটিংয়ে গিয়ে তিনি দেখেন সবাই উদ্বিগ্ন। জিজ্ঞাসা করে আসল কথা জানতে পারেন। এই গুজব তাঁকে অবাক করেছিল।
মন্দাকিনী (Mandakini) আরও বলেন, ‘রাম তেরি গঙ্গা মেইলি’র (Ram Teri Ganga Maili) পর একাধিক সিনেমার অফার তিনি পেয়েছিলেন। একবার একটি ছবির ১০ দিন শ্যুটিং করার পর পরিচালক, প্রযোজক উধাও হয়ে যান। ভাগ্যিস তিনি অ্যাডভান্স হিসেবে কিছু টাকা নিয়ে রেখেছিলেন। এত রকম ঘটনার কথা জানালেও দাউদ প্রসঙ্গে কোন কথা উল্লেখ করেননি। একটা সময় বলিউড ছেড়ে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। পরে সারজায় একটি ক্রিকেট ম্যাচে দাউদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। যদিও সে সব ইতিহাস এখন অতীত। বিয়ে করে সন্তান নিয়ে সুখে আছেন। ছেলের বিয়ে দিয়ে এখন তিনি শাশুড়ি। বিয়ে করেছেন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী কাগিউর টি রিনপোচে ঠাকুরকে। কীভাবে তাঁর সঙ্গে আলাপ হল, তা বিস্তারিত ভাঙেননি মন্দাকিনী। শুধু জানান, তাঁর মা হিমাচল প্রদেশে থাকতেন। সেখানে যাতায়াত থেকেই আলাপ। প্রথম দিকে স্বামী হিন্দি বুঝতেন না। তখন দোভাষী ছিলেন মা। এখন রিনপোচে ঠাকুর হিন্দি শিখে নিয়েছেন। অনেকেই জানেন না। রিনপোচে ঠাকুর খুব ছোটবেলায় মডেল হয়েছিলেন। ৭০ এবং ৮০-এর দশকে তিনি মরফি রেডিওর প্রচারের মুখ ছিলেন।
No comments:
please do not enter any spam link in the comment box