শিশুশিল্পী হিসেবে শুরু। তারপর রানি রাসমণির চরিত্র তাঁকে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এখন ভালো কাজের জোরে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Actress Ditipriya Roy)। আর সিরিয়াল না করলেও সিনেমা ও ওয়েবসিরিজ মিলিয়ে হাতে প্রচুর কাজ। কিছুদিন আগেই হইচই-এ এসেছিল ‘ডাকঘর’। ভালোই সাড়া পেয়েছিলেন তিনি। এবার আসছে ‘রাজনীতি’ (Rajniti)। এই ওয়েবসিরিজে তিনি কৌশিক গাঙ্গুলির মেয়ের ভূমিকায়। ইতিমধ্যেই ট্রেলার রিলিজ করেছে হইচই। এই সিরিজের প্রচার নিয়ে বেজায় ব্যস্ত দিতিপ্রিয়া। আর প্রচার করতে গিয়ে সামনে এসেছে হোয়াটসআপ চ্যাটের গোপন প্রেমালাপ। অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে প্রেমালাপ। না। বাস্তব জীবনে নয়, সবটাই অভিনয়। ওয়েব সিরিজে দিতিপ্রিয়ার প্রেমিক অর্জুন।
২৬ মে মুক্তি পাবে ‘রাজনীতি’। দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। পরিবারের উত্তরসূরি হিসেবে রাজনীতির আঙিনায় পা রাখেন তিনি। তার আগে প্রেমের সম্পর্ক ছিল অর্জুনের সঙ্গে। কিন্তু রাজনীতির স্বার্থে সবটাই গোপন রাখতে হয়েছিল। একদিন তা ফাঁস হয়ে যায়। গোপন বাক্যালাপে ধরা পড়ে রাশির গলায় উদ্বেগ, ভয় ! কিসের ভয় ? জানতে হলে আপনাকে দেখতে হবে ‘রাজনীতি’।
সোশ্যাল মিডিয়ায় এমনিতে খুব সক্রিয় দিতিপ্রিয়া। জীবনের প্রতিটি আপডেট ভাগ করেন নেটিজেনদের সঙ্গে। খুব ছোট থেকেই অভিনয়ে পা রেখেছিলেন।তবে, পরিবারের সম্মতি মেলেনি। বাবা-মা চাইতেন না দিতিপ্রিয়া অভিনেত্রী হোন।কিন্তু এখন তাঁরা অন্য কথা বলতে বাধ্য হন। ছোট বয়সে অভিনয় করেন মা, দুর্গা, অপরাজিত, ব্যোমকেশ, বামাক্ষ্যাপা, তোমায় আমায় মিলে, তারে আমি চোখে দেখিনি ইত্যাদি ধারাবাহিকে। ২০১৫-তে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’ ছবিতে গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করেন। বলিউডে এন্ট্রি হয় ‘বব বিশ্বাস’ ছবি দিয়ে। সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন জি বাংলার সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করে।
No comments:
please do not enter any spam link in the comment box