Shah Rukh khan: মৃত্যু পথযাত্রী ভক্ত শিবানী দেবীর ইচ্ছা পূরণ করলেন শাহরুখ খান, কীভাবে দেখুন ?

ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন বলিউডের কিংখান (Shah Rukh khan) । ক্যান্সার আক্রান্ত শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা ছিল, মরার আগে একবার শাহরুখ খানকে চোখের দেখা দেখতে চান। ‘জ্যাবারা ফ্যান’ শিবানী দেবীর সেই ইচ্ছা প্রযুক্তির সাহায্যে পৌঁছে গিয়েছিল হাজার কিলোমিটার দূরের মুম্বাইয়ে। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত শিবানী দেবী শাহরুখ খানের অন্ধ ভক্ত। চিকিৎসকরা জবাব দিয়ে দিয়েছেন। আর কোন আশা নেই। কিন্তু ষাটোর্ধ বৃদ্ধার মনে একটি আশা ছিল। ‘মরার আগে শাহরুখ খানকে একবার অন্তন কাছ থেকে দেখতে চাই। ওঁকে বাঙালি রান্না রেঁধে খাওয়াতে চাই’। ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শিবানী দেবীর ইচ্ছা। তাঁর মনোবাসনা পূরণ করলেন শাহরুখ (Shah Rukh khan)। তবে সরাসরি নয়। ভিডিও কলের মাধ্যমে সোমবার রাতে দেখা দিলেন ভক্তকে। কী কথা হল ?

উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী। ক্যান্সার আক্রান্ত তিনি। তাঁর শেষ জীবনে বাঁচার সঙ্গী পরিবার ও শাহরুখ খান। সোমবার রাতে ভক্তের ইচ্ছার কথা জানতে পেরে ভিডিও কল করেছিলেন শাহরুখ খান (Shah Rukh khan)। দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। শিবানী দেবীর পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। শিবানী চক্রবর্তীর মেয়ে জানিয়েছেন, ‘মায়ের সঙ্গে শাহরুখ স্যার অনেক ক্ষণ কথা বলেন। আমার সঙ্গেও কথা হয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খোঁজ খবর নেন। প্রয়োজনে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বরের কাছে মায়ের জন্য প্রার্থনা করবেন বলেও জানান’। আর শিবানী চক্রবর্তীকে তাঁর হিরো বলেছেন, ভবিষ্যতে কলকাতায় এলে অবশ্যই দেখা করবেন। আর তাঁর হাতের রান্না করা মাছের ঝোল নিশ্চয় খাবেন।

জানা গিয়েছে, ২০২১ সালে কোমরে অপারেশন হয়েছিল শিবানী দেবীর। তখনই জানা যায় তিনি ক্যান্সার আক্রান্ত। দীর্ঘদিন কলকাতা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা হয়েছে। ইতিমধ্যেই ১০ বার কেমো নিয়েছেন। বাঁচার আশা প্রায় নেই। জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। নিজেই সেকথা জানান শিবানী দেবী। মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল শাহরুখ খানকে দেখার। তাঁর সেই ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি শাহরুখ খানের ভক্ত। প্রতিটা ছবি দেখেছেন। ‘বাজিগর’ দেখে মেয়ের নাম রেখেছিলেন প্রিয়া। কিছুদিন আগে হুইল চেয়ারে বসেই কেমো নিয়েই ‘পাঠান’ দেখতে গিয়েছিলেন। দেখে খুব ভালো লেগেছে। এখন শাহরুখ খানের (Shah Rukh khan) সঙ্গে ভিডিও কলে কথা বলতে পেরে খুশিতে ডগমগ শিবানী দেবী। সত্যি এভাবেই স্বপ্ন সফল হয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.