শ্যুটিং সেরে অ্যাপ বাইক বুক করে টালিগঞ্জ থেকে রওনা দিয়েছিলেন বরানগর। কিন্তু বাড়ি আর পৌঁছানো হল না। রাস্তায় দ্রুতগামী লরির ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। সঙ্গে সঙ্গে মৃত্যু। শনিবার রাতে এমনই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলিভিশনের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। বিটি রোডে ঘোষপাড়ার কাছে একটি দশ চাকার পণ্যবাহী লরি তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন অভিনেত্রী। তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু দশ চাকার লরি তাঁর হেলমেট সহ মাথা গুড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে মারা যান তিনি। স্টুডিও পাড়া থেকে রোজ অ্যাপ বাইক বুক করে বাড়ি ফিরতেন সুচন্দ্রা। বর্তমানে সিরিয়াল জগতে পরিচিত মুখ ছিলেন সুচন্দ্রা। ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকে অভিনয় করছিলেন।
তাঁর মৃত্যুতে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিটি রোডে যানজট দেখা দেয়। সুচন্দ্রা বাইক চালকও গুরুতর জখম হয়েছেন। পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করেছে।
READ MORE: গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সাপ, ‘পঞ্চমী’ সিরিয়াল দেখে হেসে লুটোপুটি নেটপাড়া, দেখুন ভিডিও
No comments:
please do not enter any spam link in the comment box