Panchami serial Bengali: গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সাপ, ‘পঞ্চমী’ সিরিয়াল দেখে হেসে লুটোপুটি নেটপাড়া, দেখুন ভিডিও
সিরিয়ালে গল্পের গরু গাছে উঠতে অনেকেই দেখেছেন। কিন্তু আস্ত সাপ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ! কখনো দেখেছেন ? মজা নয়, সত্যি এমনটাই দেখানো হল ‘পঞ্চমী’ (Panchami serial Bengali) সিরিয়ালের গত পর্বে। এমনি নানা গাঁজাখুঁড়ি গল্প নিয়ে সিরিয়ালটি প্রথম থেকেই ট্রোল্ড। এবার যা দেখানো হল, তা আর হজম করতে পারছেন না কেউ। গাড়ির স্টিয়ারিংয়ে জড়িয়ে একটি গ্রাফিক্স সাপ। আর সেই গাড়ি নিজে থেকেই চলছে। সাপ যে গাড়ি চালাতে জানে, তা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। ‘পঞ্চমী’ সিরিয়ালের এই কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে চরম ট্রোলিং।
কী বলছে সিরিয়ালের গল্প ? স্বামীর প্রাণ বাঁচাতে প্রাণপণ লড়াই করছে পঞ্চমী। কিন্তু এক তান্ত্রিক যোগবলে পঞ্চমীর স্বামী কিঞ্জলকে পাথর করে দেয়। তাঁর জন্য মহাদেবের মূর্তির সামনে প্রার্থনায় বসেছে পঞ্চমী। অন্যদিকে, একটি নীল-লাল রঙয়ের সাপ পাথর হয়ে যাওয়া কিঞ্জলকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। সেই সাপ যে কালনাগিনী, তা আর বুঝতে কারও অসুবিধা হয়নি।
গাড়ি চালানোর দৃশ্য ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে ধেয়ে আসছে কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, সাপ গাড়ি চালাচ্ছে। আর আমি এখনও সাইকেল চালাতে শিখলাম না। বিদায় পৃথিবী। অন্যজন লিখেছেন, সাপ কীভাবে ড্রাইভিং টেস্টে পাশ করল তাই ভাবছি ! তাহলে কী সাপটির লাইসেন্স নেই ? চিত্রনাট্য লেখকের উপর চটে গিয়ে একজন লিখেছেন, সস্তার গল্প গাঁজা খেয়ে লিখলে যা হয় আরকি। তবে বাংলা সিরিয়ালে সবই সম্ভব। এই প্রথম ট্রোল্ড করা হল পঞ্চমীকে, তা নয়। এর আগে সাপরূপি পঞ্চমীকে দেখে অনেকে কমোডের টিকটিকি পর্যন্ত বলেছে। তবে সিরিয়ালের নায়িকা সুস্মিতা সাফ জানিয়েছেন, এই ধরণের ফ্যান্টাসি গল্পে যুক্তি খুঁজতে যাওয়া বৃথা।
শুধু ‘পঞ্চমী’ নয়। বাংলার অর্ধেকের বেশি সিরিয়ালের গল্প নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। শাশুড়ি-বউমার ঝগড়া দেখাতে গিয়ে নিম্ন রুচির পরিচয় দেওয়া হচ্ছে। ক’দিন আগেই বস্তা পচা গল্পের অভিযোগ তুলে ‘মেয়েবেলা’ (meyebela) সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালের চিত্রনাট্য প্রশ্নের মুখে পড়লে রে রে করে ওঠেন বিদ্বেষীরা। আপাতত ‘পঞ্চমী’ সিরিয়ালের গল্প আর ভিএফএক্স নিয়ে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।
কী বলছে সিরিয়ালের গল্প ? স্বামীর প্রাণ বাঁচাতে প্রাণপণ লড়াই করছে পঞ্চমী। কিন্তু এক তান্ত্রিক যোগবলে পঞ্চমীর স্বামী কিঞ্জলকে পাথর করে দেয়। তাঁর জন্য মহাদেবের মূর্তির সামনে প্রার্থনায় বসেছে পঞ্চমী। অন্যদিকে, একটি নীল-লাল রঙয়ের সাপ পাথর হয়ে যাওয়া কিঞ্জলকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। সেই সাপ যে কালনাগিনী, তা আর বুঝতে কারও অসুবিধা হয়নি।
গাড়ি চালানোর দৃশ্য ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে ধেয়ে আসছে কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, সাপ গাড়ি চালাচ্ছে। আর আমি এখনও সাইকেল চালাতে শিখলাম না। বিদায় পৃথিবী। অন্যজন লিখেছেন, সাপ কীভাবে ড্রাইভিং টেস্টে পাশ করল তাই ভাবছি ! তাহলে কী সাপটির লাইসেন্স নেই ? চিত্রনাট্য লেখকের উপর চটে গিয়ে একজন লিখেছেন, সস্তার গল্প গাঁজা খেয়ে লিখলে যা হয় আরকি। তবে বাংলা সিরিয়ালে সবই সম্ভব। এই প্রথম ট্রোল্ড করা হল পঞ্চমীকে, তা নয়। এর আগে সাপরূপি পঞ্চমীকে দেখে অনেকে কমোডের টিকটিকি পর্যন্ত বলেছে। তবে সিরিয়ালের নায়িকা সুস্মিতা সাফ জানিয়েছেন, এই ধরণের ফ্যান্টাসি গল্পে যুক্তি খুঁজতে যাওয়া বৃথা।
শুধু ‘পঞ্চমী’ নয়। বাংলার অর্ধেকের বেশি সিরিয়ালের গল্প নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। শাশুড়ি-বউমার ঝগড়া দেখাতে গিয়ে নিম্ন রুচির পরিচয় দেওয়া হচ্ছে। ক’দিন আগেই বস্তা পচা গল্পের অভিযোগ তুলে ‘মেয়েবেলা’ (meyebela) সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালের চিত্রনাট্য প্রশ্নের মুখে পড়লে রে রে করে ওঠেন বিদ্বেষীরা। আপাতত ‘পঞ্চমী’ সিরিয়ালের গল্প আর ভিএফএক্স নিয়ে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।
No comments:
please do not enter any spam link in the comment box