ভারতবাসী হিসেবে আধার কার্ড (aadhar card) অন্যতম পরিচয় পত্র। যার সাহায্যে যেকোনো সরকারী সুবিধা দেশবাসী পেয়ে থাকেন। আর না থাকলে সুবিধা পাওয়া দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তবে ইদানিং দেশে আধার কার্ড নিয়েও নানা ধরণের জালিয়াতি সামনে এসেছে। সেসব রুখতে কেন্দ্রীয় সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনও দেশবাসীর আধার কার্ড ১০ বছরের পুরনো হয়ে যায়, তাহলে সেটি অবিলম্বে আপডেট করতে হবে। না হলে আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, কী রকম আপডেট ? সরকার জানিয়েছে, যাঁদের পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন করানো হয়নি, তাঁদের এখনই কাছের UIDAI aadhar seva kendra গিয়ে আপডেট করাতে হবে। এটা বাধ্যতামূলক।
এছাড়াও যদি কেউ অন্য রাজ্যে বাসস্থান করেন অথচ এখানকার আধার কার্ড আছে। আপনি যদি নতুন ঠিকানা আধার কার্ডে তুলতে চান, তাহলে আপনাকে পুরনো ঠিকানার নথি দেখাতে হবে। আধার কার্ড আপডেট করাতে কোনও অগ্রিম appointment নিতে হবে না। যে কোনও আধার সেবা কেন্দ্রে গেলেই হয়ে যাবে। সময় লাগবে ২ থেকে ৩ মিনিট।
কেন করাবেন ?
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেউ আধার কার্ড কোনও রকম পরিবর্তন করাতে চাইলে ই-কেওয়াইসি করাতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, আমার যদি নাম, ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তন না হয়ে থাকে, তাহলেও কী কেওয়াইসি করাতে হবে ? উত্তর হল-হ্যাঁ। করাতে হবে। আধার কার্ড তৈরির পর যদি ঠিকানা, ফোন নম্বর বা কোনও ধরণের পরিবর্তন না হয়েও থাকে, তাহলেও কেওয়াইসি দিতে হবে। যদি আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো হয়ে থাকে। ই-কেওয়াইসি করাতে খরচ পড়বে ৫০ টাকা। সঙ্গে করে আনতে হবে প্যান কার্ড, ভোটার কার্ড, ইউটিলিটি বিল, রেজিস্টার বা পাসপোর্ট। যেকোনও দুটি নথি দেখাতে হবে।এছাড়াও যদি কেউ অন্য রাজ্যে বাসস্থান করেন অথচ এখানকার আধার কার্ড আছে। আপনি যদি নতুন ঠিকানা আধার কার্ডে তুলতে চান, তাহলে আপনাকে পুরনো ঠিকানার নথি দেখাতে হবে। আধার কার্ড আপডেট করাতে কোনও অগ্রিম appointment নিতে হবে না। যে কোনও আধার সেবা কেন্দ্রে গেলেই হয়ে যাবে। সময় লাগবে ২ থেকে ৩ মিনিট।
No comments:
please do not enter any spam link in the comment box