Bipasha basu baby Devi: বাঙালি রীতিতে অন্নপ্রাশন বিপাশার মেয়ের, দেখুন ভিডিও

Bipasha basu baby Devi: বাঙালি রীতিতে অন্নপ্রাশন বিপাশার মেয়ের, দেখুন ভিডিও
স্বামী পাঞ্জাবী হলে কী হবে ? বাঙ্গালিয়ানা বিন্দুমাত্র ভোলেননি বিপাশা বসু। চালচলনে এখনও তিনি ষোলোয়ানা বাঙালি। তাই তী মেয়ে দেবীর মুখেভাত করলেন সম্পূর্ণ বাঙালি রীতিতে (Bipasha basu baby Devi )। কোথাও বিন্দুমাত্র খামতি ছিল না। সব কিছু নিয়ম মেনেই হয়েছে। পঞ্চব্যাঞ্জন রেঁধে পরিবেশন করার পাশাপাশি মেয়ের সামনে মাটি, পেন ও বই রেখেছিলেন বিপাশা। শেষ প্রজন্ত কোনটা ধরে দেবী ? উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী। প্রায় ছ’বছর হয়ে গেল বিয়ের পিঁড়িতে বসেছেন বিপাশা। বিয়েও হয়েছিল বাঙ্গালিয়ানা বজায় রেখে। স্বামী করণ সিং গ্রোভারের এটা তিন নম্বর বিয়ে হলেও বিপাশার প্রথম।
Bipasha basu baby Devi: বাঙালি রীতিতে অন্নপ্রাশন বিপাশার মেয়ের, দেখুন ভিডিও

এপ্রিলে প্রথম মেয়ের মুখ দেখান বিপাশা। তার পর মুখে ভাতের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি। এর আগে গর্ভবতী থাকার সময়ও বিপাশার সাধ ভক্ষণও হয়েছিল ঘটা করে। তাই মেয়ের মুখেভাতও যে ঘটা করে আয়োজন করবেন, তা আর আশ্চর্য কী। এদিন ছোট্ট দেবীকে লাল বেনারসি পরানো হয়েছিল। পায়ে সোনার নুপুর, গলায় হার, কপালে চন্দন ও মাথায় সোলার মুকুট। সম্পূর্ণ বাঙালি মুখেভাতের সাজ।

বিপাশা নিজে লাল সালোয়ার পড়েছিলেন। মাথায় সিঁদুর জ্বলজ্বল করছিল। বাঙালিদের মুখেভাতে নানা আচারের মধ্যে অন্যতম হল, শিশুর সামনে একটি থালা রাখা থাকে। সেই থালায় একটি বই (গীতা), পেন, মাটি, ধান, টাকা ইত্যাদি রাখা থাকে। সব কিছু অন্য অর্থ। শিশু যেটা ধরে সেটা তার ভবিষ্যৎ বলে ধরা হয়। ভিডিওতে থালাটি বিপাশা দেখিয়েছেন। তবে কী ধরল দেবী ? তা দেখানো হয়নি। এক অনুরাগী তাই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছেন, দেবী শেষ পর্যন্ত কী ধরল ? বিপাশা উত্তর দিয়েছেন, বই ধরেছে দেবী।
Bipasha basu baby Devi: বাঙালি রীতিতে অন্নপ্রাশন বিপাশার মেয়ের, দেখুন ভিডিও

২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর ২০২২-এর নভেম্বরে তিনি মা হন ৪৩ বছর বয়সে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.