বলিউড। এই শব্দটির মধ্যে মিশে আছে নানা বর্ণ। এই বর্ণ ধর্মের। নানা ধর্মের মানুষ কাজ করেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ বা খ্রিস্টান। মিলেমিশে কাজ হয়। কোনওদিন ধর্মের প্রভাব কাজে পড়েনি। প্রতিভাশালীরা জায়গা করেছেন, সে তিনি যে ধর্মের হোক না কেন। এর সবথেকে বড় উদাহরণ শাহরুখ খান ও সালমান খান। জাতে তাঁরা মুসলিম হলেও বাড়িতে হিন্দু ধর্মের অন্য অনুষ্ঠান পালন করেন। শাহরুখের স্ত্রী গৌরী হিন্দু। তাই স্ত্রীর ধর্মকে মর্যাদা দিয়ে বাড়িতে বড় করে গণেশ পুজো করেন কিংখান। সালমান খানের বাড়িতেও বিরাট করে গণপতি উৎসবের আয়োজন হয়। যদিও এই নিয়ে ট্রোলিং হয় তাঁদের নিয়ে।
শুধু শাহরুখ বা সালমান নয়, নতুন প্রজন্মের নায়িকা সারা আলি খানকে নিয়েও ট্রোলিং হয়। কারণ তাঁর ধর্মীয় রীতিনীতি। বাবা সইফ আলি খান ও মা অমৃতা সিং (amrita singh)। বাবা মুসলিম, মা হিন্দু। যদিও বাবা-মায়ের মধ্যে বহুদিন কোনও সম্পর্ক নেই। পারিবারিকভাবে মুসলিম হওয়া সত্ত্বেও সারা আলি খান বাড়িতে গণেশ পুজো ও দিওয়ালির মতো অনুষ্ঠান পালন করেন। নির্দিষ্ট কোনও ধর্ম তিনি মানেন না। মাঝে মাঝে নানা মন্দির, গির্জা, গুরুদ্বার ও মসজিদে মাথা ঠেকাতে দেখা যায় সারাকে। সোশ্যাল সাইটে সেই সব ছবি নিয়মিত পোস্ট করেন অমৃতা কন্যা। তখনই কটাক্ষের বন্যা ধেয়ে আসে। তাতে অবশ্য থামানো যায়নি সারাকে।
একাধিকবার ছবির প্রচারে নানা মন্দিরে ঘুরতে দেখা গিয়েছে সারা আলি খানকে। কিছুদিন আগেই রিলিজ করেছে ‘জারা হাটকে, জারা বাঁচকে’ (Zara Hatke Zara Bachke )। নায়ক ভিকি কৌশলের সঙ্গে নানা মন্দির ও গুরুদ্বারে ঘুরতে দেখা গিয়েছে। সেই সব ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন অভিনেত্রী। তা নিয়েই প্রশ্নের মুখে পড়েন। নেটিজেনরা অনেকে জানতে চান, সারা কোন ধর্মে বিশ্বাসী ? যদিও এইসব প্রশ্নের উত্তর দিতে নারাজ তিনি।
নেটিজেনদের এই প্রশ্নের সরাসরি মুখোমুখি হয়েছিলেন সারা। ছবির প্রচারে সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কোন ধর্মে বিশ্বাসী ? উত্তরে সারা বলেন, ‘দর্শকদের উচিত তাঁর অভিনয়ের বিচার করা। যদি পেশাদারী নিয়ে কাজ করতে না পারি, তাহলে সমালোচনা করুন। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমি ধর্ম মানি, তা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার’।
শুধু শাহরুখ বা সালমান নয়, নতুন প্রজন্মের নায়িকা সারা আলি খানকে নিয়েও ট্রোলিং হয়। কারণ তাঁর ধর্মীয় রীতিনীতি। বাবা সইফ আলি খান ও মা অমৃতা সিং (amrita singh)। বাবা মুসলিম, মা হিন্দু। যদিও বাবা-মায়ের মধ্যে বহুদিন কোনও সম্পর্ক নেই। পারিবারিকভাবে মুসলিম হওয়া সত্ত্বেও সারা আলি খান বাড়িতে গণেশ পুজো ও দিওয়ালির মতো অনুষ্ঠান পালন করেন। নির্দিষ্ট কোনও ধর্ম তিনি মানেন না। মাঝে মাঝে নানা মন্দির, গির্জা, গুরুদ্বার ও মসজিদে মাথা ঠেকাতে দেখা যায় সারাকে। সোশ্যাল সাইটে সেই সব ছবি নিয়মিত পোস্ট করেন অমৃতা কন্যা। তখনই কটাক্ষের বন্যা ধেয়ে আসে। তাতে অবশ্য থামানো যায়নি সারাকে।
একাধিকবার ছবির প্রচারে নানা মন্দিরে ঘুরতে দেখা গিয়েছে সারা আলি খানকে। কিছুদিন আগেই রিলিজ করেছে ‘জারা হাটকে, জারা বাঁচকে’ (Zara Hatke Zara Bachke )। নায়ক ভিকি কৌশলের সঙ্গে নানা মন্দির ও গুরুদ্বারে ঘুরতে দেখা গিয়েছে। সেই সব ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন অভিনেত্রী। তা নিয়েই প্রশ্নের মুখে পড়েন। নেটিজেনরা অনেকে জানতে চান, সারা কোন ধর্মে বিশ্বাসী ? যদিও এইসব প্রশ্নের উত্তর দিতে নারাজ তিনি।
নেটিজেনদের এই প্রশ্নের সরাসরি মুখোমুখি হয়েছিলেন সারা। ছবির প্রচারে সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কোন ধর্মে বিশ্বাসী ? উত্তরে সারা বলেন, ‘দর্শকদের উচিত তাঁর অভিনয়ের বিচার করা। যদি পেশাদারী নিয়ে কাজ করতে না পারি, তাহলে সমালোচনা করুন। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমি ধর্ম মানি, তা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার’।
No comments:
please do not enter any spam link in the comment box