প্রথম যখন ট্রিজার রিলিজ হয়েছিল, তখন এত কাঁটা ছেঁড়া, সমালোচনা হয় যে সেটি তুলে নিতে বাধ্য হয় নির্মাতারা। তবে সমালোচনার আগুনে পুড়ে যখন নতুন করে রিলিজ হল ট্রেলার, তখন সবার মন জিতে নিল adipurush movie। বিশেষ করে গানের ট্রেলারগুলি সবথেকে বেশি দর্শক দেখেছেন। আরও বড় ব্যাপার হল ৬০০ কোটি টাকার সিনেমা adipurush ইতিমধ্যেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে। স্যাটেলাইট রাইট বিক্রি, গানের স্বত্ব এবং ডিজিট্যাল রাইট মিলিয়ে ছবি লাভের ঘরে পৌঁছে গিয়েছে। এখন সিনেমা নিয়ে যা ভাইব তৈরি হয়েছে, তাতে নির্মাতাদের আশা, শ্রীরাম সদয় হলে রিলিজের দুই-একদিনের মধ্যেই ১০০ কোটি উসুল হয়ে যাবে। বাকিটা লাভ। ‘আদিপুরুষ’ যখন এই রকম পরিস্থিতিতে বিরাজ করছে, তখন একটি বড় ঘোষণা করল নির্মাতারা।
এদিকে ছবির সাফল্যের আশায় মন্দিরে মন্দিরে ঘুরছেন নায়ক-নায়িকা। প্রভাস ও কৃতি শ্যানন। তিরুপতি তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন আদিপুরুষ-এর রাঘব অর্থাৎ প্রভাস। সাদা কুর্তা-পাজামা এবং গায়ে ছিল লাল উত্তরীয়। অন্যদিকে, কৃতি শ্যাননকে দেখা গিয়েছে মহারাষ্ট্রের নাশিকের সীতা গুহায়। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি ‘রাম সিয়া রাম’ গানের তালে আরতি করতে দেখা গিয়েছিল। এখন ‘আদিপুরুষ’ নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হলেও প্রথম ট্রিজার রিলিজের পর অনেকের মুখ চেপে হেসেছিলেন। এত খারাপ ভিএফএক্সের কাজ। বিশেষ করে লঙ্কাধিপতি রাবণের ভূমিকায় সইফ আলি খানের লুক দেখে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং হয়। শেষে ট্রিজার তুলে নিতে বাধ্য হয়। পরে ট্রেলারে সব ভুল মুছে নতুন রূপে দেখা যায় ‘আদিপুরুষ’। ১৬ জুন রিলিজ। তার আগে নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ‘আদিপুরুষ’।
কী ঘোষণা ?
আগামী ১৬ জুন রিলিজ হচ্ছে adipurush movie। ওই দিন থেকে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে, যে যে হলে ‘আদিপুরুষ’চলবে, সেখানে একটি করে আসন রাখা থাকবে রামভক্ত হনুমানের নামে। সেই সিটের টিকিট বিক্রি হবে না। যে যে ‘রামায়ণ’ পাঠ করা হয়, সেখানে সেখানে হনুমান উপস্থিত থাকেন। এই বিশ্বাস থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজক টি-সিরিজ ফিল্ম। তাই প্রতিটি হলে একটি আসন ফাঁকা থাকবে। কেউ সেখানে বসবে না। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীরামের পরম ভক্ত বজরংবলি। তাঁর প্রতি আস্থা রেখেই সিনেমা নির্মাণে হাত দিয়েছিলাম। হনুমানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।এদিকে ছবির সাফল্যের আশায় মন্দিরে মন্দিরে ঘুরছেন নায়ক-নায়িকা। প্রভাস ও কৃতি শ্যানন। তিরুপতি তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন আদিপুরুষ-এর রাঘব অর্থাৎ প্রভাস। সাদা কুর্তা-পাজামা এবং গায়ে ছিল লাল উত্তরীয়। অন্যদিকে, কৃতি শ্যাননকে দেখা গিয়েছে মহারাষ্ট্রের নাশিকের সীতা গুহায়। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি ‘রাম সিয়া রাম’ গানের তালে আরতি করতে দেখা গিয়েছিল। এখন ‘আদিপুরুষ’ নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হলেও প্রথম ট্রিজার রিলিজের পর অনেকের মুখ চেপে হেসেছিলেন। এত খারাপ ভিএফএক্সের কাজ। বিশেষ করে লঙ্কাধিপতি রাবণের ভূমিকায় সইফ আলি খানের লুক দেখে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং হয়। শেষে ট্রিজার তুলে নিতে বাধ্য হয়। পরে ট্রেলারে সব ভুল মুছে নতুন রূপে দেখা যায় ‘আদিপুরুষ’। ১৬ জুন রিলিজ। তার আগে নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ‘আদিপুরুষ’।
No comments:
please do not enter any spam link in the comment box