Ajmer 92: একশো মেয়ের গণধর্ষণের গল্প ! সিনেমা নিষিদ্ধ করার দাবি তুলল মুসলিম সংগঠন

Ajmer 92: একশো মেয়ের গণধর্ষণের গল্প ! নিষিদ্ধ করার দাবি তুলল মুসলিম সংগঠন

The Kashmir files, the Kerala story নিয়ে বিতর্ক কম নেই। তার মাঝে Ajmer 92 নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এই সিনেমা নিষিদ্ধ করার দাবি নিয়ে উঠেপড়ে লেগেছে মুসলিম সংগঠন জামিয়াত উলমা-ই-হিন্দ। ওই সংগঠনের সভাপতি মৌলানা মেহমুদ মদনি দাবি করেছেন, এই সিনেমা কিছুতেই মুক্তি দেওয়া উচিত নয়। তাহলে সামাজিক অবক্ষয় শুরু হয়ে যাবে। নতুন করে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। অশান্তি সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, এই সিনেমা আজমের দরগার অপমান করেছে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে সিনেমাটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হোক।

Ajmer 92: একশো মেয়ের গণধর্ষণের গল্প ! নিষিদ্ধ করার দাবি তুলল মুসলিম সংগঠন

কেন এত বিতর্ক ?

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ৯০ দশকের গোড়ার দিকে আজমেরে একাধিক গ্যাং সক্রিয় হয়ে উঠেছিল। যারা স্কুলছাত্রী, কলেজ পড়ুয়া ও তরুণীদের ভুলিয়েভালিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করত। শুধু তাই নয়। ধর্ষণের ছবি তুলে রেখে ব্ল্যাক মেইল করত তরুণীদের। একটি ফটো কালার ল্যাব থেকে ছবিগুলি প্রিন্ট হত। তারপর নানা ভাবে ছড়িয়ে দেওয়া হয়। সেই ছবির সাহায্যে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ চলত। এই রকম ১০০ মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় ফারুক চিস্তি ও নাসিফ চিস্তির যোগ পাওয়া যায়। যাঁদের সঙ্গে আজমের দরগার সম্পর্ক ছিল। স্বাভাবিক ভাবেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। ‘আজমের ৯২’ সিনেমার পরিচালক পুষ্পেন্দ্র সিং। ছবির প্রযোজনা করেছে রিলায়েন্স এন্টারটেইমেন্ট। অভিনয় করেছেন জারিনা ওয়াহব, শিয়াজি শিন্ডে, মনোজ যোশী ও রাজেশ শর্মার মতো অভিনেতারা। ১৪ জুলাই মুক্তি পাবে এই সিনেমা। 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.