Amitabh Bachchan movies: শুধু হিন্দিতে নয়, বাংলায় তিনটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জানেন ছবিগুলির নাম ?

তিনি বাংলার জামাইবাবু। এই বাংলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাতেই। ক্রমজীবন শুরু থেকে প্রথম প্রেম সব কিছু কলকাতা থেকে। তাই বাংলার প্রতি অমিতাভ বচ্চনের আলাদা টান। বাংলা সংস্কৃতি তাঁর ভীষণ পচ্ছন্দ। ভালোবাসেন বাউল গান শুনতে। নিজে মোটামুটি বাংলা বলতেও পারেন। আর বাংলা ভাষা তো খুব ভালোই বোঝেন। এহেন বিগবি বাংলা ছবি থেকে কীভাবে দূরে থাকেন ? হিন্দিতে তিনি শাহেনশা। তবে বাংলার টান তিনি অস্বীকার করতে পারেন না। অভিনয় করেছিলেন তিনটি বাংলা সিনেমাতে। তার মধ্যে বিরাট হিট করেছিল। বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিল। জানেন সেই সব ছবির (Amitabh Bachchan movies) নাম ?

বর্তমানে হিন্দি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা সাউথের ছবিতে অভিনয় করতে যান। একটা সময় ছিল হিন্দি সিনেমার নামজাদা স্টাররা বাংলায় আসতেন অভিনয় করতে। দিলীপ কুমার, সাইরা বানু, ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া থেকে শুরু জুহি চাওলা। সবাই বাংলা সিনেমাতে অভিনয় করেছেন। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ছবির প্রধান আকর্ষণ ছিলেন ঐশ্বর্য রাই। হিন্দি সিনেমাতে পা রাখার আগে অমিতাভ বচ্চনের প্রথম ছবি ছিল বাংলায়। অনেকেই জানেন যে, অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্থানী’। আসলে ‘জবান’ নামের বাংলা সিনেমাতে প্রথম ক্যামেরা ফেস করেন বিগবি। এছাড়া আরও দুটি সিনেমাতে অভিনয় করেন।

জবানঃ ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল ‘জবান’। এটা ছিল অমিতাভের প্রথম বাংলা সিনেমা। ছবির নায়ক ছিলেন শমিত ভঞ্জ। পরিচালক তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পলাশ বন্দ্যোপাধ্যায়। এই সিনেমাতে নিষিদ্ধপল্লীর দালালের ভয়মিকায় অভিনয় করেন বিগবি। ছবি তেমন চলেনি। তাই এই সিনেমা সম্পর্কে মানুষ খুব কম জানেন।

অনুসন্ধানঃ শক্তি সামন্ত পরিচালিত ‘অনুসন্ধান’ ১৯৮১ সালে রিলিজ করে। অনুসন্ধান ছিল অমিতাভের কেরিয়ারের অন্যতম হিট বাংলা সিনেমা। অমিতাভ ছাড়া রাখি গুলজার, আমজাদ খান ও উৎপল দত্ত অভিনয় করেন। এই সিনেমা বাংলা ডাবিং অমিতাভ নিজেই করে ছিলেন। হিন্দিতে সিনেমাটির নাম ছিল ‘এক বরসাত কি রাত’। বাংলায় বিরাট হিট হলেও হিন্দি ভার্সন ফ্লপ করে।

ওরা কারাঃ ২০০৪ সালে রিলিজ করে সাসপেন্স ধর্মী ভৌতিক ছবি ‘ওরা কারা ?’ পরিচালক ছিলেন রবি শংকর শর্মা। ২০০১ সালের স্প্যানিশ ছবি ‘দি আদার’-এর রিমেক ছিল এই সিনেমা। হিন্দিতে নাম ছিল ‘হাম কৌন হ্যায় ?’ অমিতাভ বচ্চনের পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্রমৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ভার্সনে অমিতাভ নিজের বাংলা সংলাপ নিজেই বলে ছিলেন। ডিম্পলের হয়ে ডাবিং করেন রূপা গাঙ্গুলি। সিনেমাটি বক্স অফিসে ফেল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.