অতীতের স্মৃতির পাতা ওলটালেন Amitabh Bachchan, কোলের দুই শিশুকে চিনতে পারছেন ? একজন নামকরা অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভীষণ সক্রিয় Amitabh Bachchanblog লেখা থেকে শুরু করে Instagram। সব কিছুতে তিনি বেশ দক্ষ। ব্লগে কোনও ইস্যুতে মতামত জানানো হোক বা অতীত দিনের স্মৃতি ভাগ করে নেওয়া। তাঁর ব্লগ পড়ার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। কত অজানা তথ্য জানা যায়। বুধবার রাতে ইনস্টাগ্রামের পাতায় হঠাৎ পুরনো স্মৃতি ফিরে দেখলেন তিনি। একটি ছবি শেয়ার করেছেন বিগ বি। সাদা কালো ছবিটি কমপক্ষে ৪০ বছরের বেশি পুরনো। ছবিতে দেখা যাচ্ছে, ইয়ং অমিতাভ বচ্চনের কোলে দুটি শিশুকন্যা। মুখ দেখলে তাঁদের চিনতে পারা কঠিন। তবে নিজেই সেই শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন। দেখে বলুন তো এরা কারা ?

অমিতাভের কোলে থাকা একটি বাচ্চা তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। আর একজন সাদা জামা পড়ে আছে সে কে ?তিনি এক সময়ের বিখ্যাত অভিনেত্রী। এখন অবশ্য সংসারী। চিনতে পারলেন ? পারলেন না ? তাহলে শুনুন বিগ বি নিজে কী জানালেন।অমিতাভ বচ্চন যে ছবিটি পোস্ট করেছেন সেটি সাদা-কালো মনোক্রম ছবি। ছবিতে বিগ বি মাথায় বার্থ ডে টুপি পরে আছেন। দুই কোলে দুটি শিশু। দুজনের পড়নে ফ্রক। একটি শিশুর দিকে হাঁ করে তাকিয়ে আছেন অমিতাভ। আর সেই শিশুটিও হাঁ করে আছে। অন্য শিশুটি অবাক দৃষ্টিতে কিছু একটা দেখছে।

অমিতাভ বচ্চন তাঁদের পরিচয় করিয়ে দিয়ে জানিয়েছেন, আমার বাঁ দিকের কোলে শ্বেতা বচ্চন। আর ডানদিকে ট্যুইংকেল খান্না।


ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘আমার বাঁ কোলে শ্বেতা। ডানদিকে ট্যুইংকেল। ছবিটি শ্বেতার জন্মদিনে তোলা। ট্যুইংকেল বর্তমানে অক্ষয় কুমারের স্ত্রী। আর শ্বেতা আমার মেয়ে। নিখিল নন্দার স্ত্রী। অগস্ত্য নন্দা ও নব্য নাভেলি নন্দার মা। ছবিতে দেখ ট্যুইংকেল ধরতেই পারেনি কী হয়েছে। আর তার আগে গোল করে চিৎকার করছে শ্বেতা’। বাবার ছবির নীচে কমেন্ট করেছেন খোদ শ্বেতা। তিনি লিখেছেন, ভীষণ মজার ছবি। শুধু শ্বেতা নয়। হাজার হাজার কমেন্ট হয়েছে ছবিতে। এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘ট্যুইংকেল জানে তুমি যতই গোল কর। ২০ বছর পর আসল খিলাড়ি আমি হব। তখন দেখা হবে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.