না ফেরার দেশে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ! চমকে উঠলেন তো ? একইভাবে সবাই চমকে উঠেছিল। যখন এই খবরটা প্রথম শোনেন। এই তো দুদিন আগে জন্মদিন পালন হল। তাহলে কী এমন ঘটল ? দুনিয়াতে সবই অনিশ্চিত। এই যখন সবাই ভাবছেন। ঠিক তখনই ভুল ভাঙালেন অভিনেতা নিজে। সোশ্যাল মিডিয়া বড় বিচিত্র স্থান। অনেক বিষয়ে ভালো তথ্য যেমন পাওয়া যায়, তেমনি ভুয়ো, মিথ্যা খবর রটে যেতে বেশি সময় লাগে না। বিশেষ করে নামী অভিনেতাদের নামে মৃত্যুর খবর রটিয়ে দিতে দু’মিনিট লাগে না। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের মৃত্যু খবর একাধিকবার রটেছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে এসে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন কোয়েল মল্লিক। সেই ঘটনার ফের ঘটল। তবে এবার আর রঞ্জিত মল্লিক নন। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee) মৃত্যুর খবরে সোশ্যাল সাইট রীতিমতো উত্তাল। বুধবার হঠাৎ রটে যায়, না ফেরার দেশে অভিনেতা। নীচে ছবিতে জয়জিৎ। আগুনের বেগে ছড়িয়ে পড়ে এই খবর। হাজার হাজার শেয়ার হতে থাকে।
অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরে বেজায় চটেছেন অনুগামীরা। সামাজিক মাধ্যমে তাঁরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকের প্রশ্ন, এসেব মানে কী ? দুদিন আগেই মানুষটি তাঁর জন্মদিন পালন করেছেন। এখন তাঁকে নিয়ে মৃত্যুর খবর। কারা থাকে এর পিছনে ? নিশ্চয় কোনও উদ্দেশ্য আছে ? তবে কী উদ্দেশ্য তা জানা যায়নি। মোদ্দা কথা হল, ভালো আছেন, সুস্থ আছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। দুটি সিরিয়ালে অভিনয় করছেন এখন। সামনে একটি সিনেমা ও ওয়েবসিরিজে অভিনয়ের কথা। তার প্রস্তুতি নিচ্ছেন। এদিন শ্যুটিং ফ্লোরে নিজের মৃত্যু সংবাদ পান অভিনেতা জয়জিৎ।
কী বলছেন অভিনেতা ?
নিজেই এই খবর শেয়ার করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনাটি সিরিয়াসলি নেননি। উলটে মজা করে বলেন, ‘আমি তাহলে এখন ভূত। যে এই খবর রটিয়েছে, তার ঘাড় এবার মটকাব। আচ্ছা, এই গুলি দেখলে আমার ইনস্যুরেন্সগুলি কী ম্যাচিউর করবে ?’ প্রশ্ন অভিনেতার। কে বা কারা এমন খবর রটালো, তা জানা যায়নি। জানা সম্ভব নয়। তবে মজার ছলে কথাগুলি লিখলেও কিছুটা বিরক্ত জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জলজ্যান্ত একটা মানুষকে এইভাবে মেরে ফেলে কারা কী মজা পায় ? প্রশ্ন অনেকের।অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরে বেজায় চটেছেন অনুগামীরা। সামাজিক মাধ্যমে তাঁরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকের প্রশ্ন, এসেব মানে কী ? দুদিন আগেই মানুষটি তাঁর জন্মদিন পালন করেছেন। এখন তাঁকে নিয়ে মৃত্যুর খবর। কারা থাকে এর পিছনে ? নিশ্চয় কোনও উদ্দেশ্য আছে ? তবে কী উদ্দেশ্য তা জানা যায়নি। মোদ্দা কথা হল, ভালো আছেন, সুস্থ আছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। দুটি সিরিয়ালে অভিনয় করছেন এখন। সামনে একটি সিনেমা ও ওয়েবসিরিজে অভিনয়ের কথা। তার প্রস্তুতি নিচ্ছেন। এদিন শ্যুটিং ফ্লোরে নিজের মৃত্যু সংবাদ পান অভিনেতা জয়জিৎ।
No comments:
please do not enter any spam link in the comment box