Zeeshan Khan: প্যান্ট খুলতে বলেছিল এক কাস্টিং ডিরেক্টর ! বলিউডের ভিতরের নোংরামি নিয়ে বিস্ফোরক অভিনেতা জিসান খান

Zeeshan Khan: প্যান্ট খুলতে বলেছিল এক কাস্টিং ডিরেক্টর ! বলিউডের ভিতরের নোংরামি নিয়ে বিস্ফোরক অভিনেতা জিসান খান
প্রায় এক দশক আগে বলিউডের আবহাওয়া উত্তাল হয়েছিল Me too movement নিয়ে। প্রকাশ্যে এসেছিল বড় বড় নাম। খুলে গিয়েছিল তাঁদের মুখোশ। তবুও সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সুযোগ দেওয়ার নাম করে চান্স নেওয়ার প্রবৃতি আজও কমেনি। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হল। পুরুষদেরও এক্ষেত্রে ছাড় দেওয়া হয় না। বলিউডের অনেক অভিনেতা কাস্টিং কাউচের শিকার হয়েছেন। এমনই ঘটনা ঘটেছিল অভিনেতা জিসান খানের ক্ষেত্রে। ‘নাগিন’ সিরিজের অন্যতম অভিনেতা জিসান খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কাজ দেওয়ার নাম করে নোংরা প্রস্তাব দিয়েছিল এক কাস্টিং ডিরেক্টর। তিনি কে ? তা অবশ্য খোলসা করেননি জিসান।

কী ঘটেছিল ?

হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ Zeeshan Khan। ‘কুমকুম ভাগ্য’ থেকে ‘নাগিন’ সিরিজের অংশ ছিলেন তিনি। এছাড়াও কঙ্গনার ‘লক আপ’ থেকে সলমান খানের ‘বিগ বস’-এ যোগ দিয়েছিলেন। তাঁর মতো নামী অভিনেতাকেও যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। তবে সেটা একদম শুরুর দিকে। মাত্র ২৩ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। দেখতে দেখতে এক দশক কেটে গিয়েছে। এখন পিছন ফিরে তাকালে এমন অনেক ঘটনা সামনে আসে, যা গায়ে কাঁটা দেয়। যেমন শুরু দিকে এক ট্যালেন্ট কোম্পানি কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। শুধু তাই নয়, কাজ দেওয়ার নাম করে যৌন সুবিধা চাওয়া হয়েছিল তাঁর কাছে। সেই ঘটনাও খোলসা করেছেন তিনি।
Zeeshan Khan: প্যান্ট খুলতে বলেছিল এক কাস্টিং ডিরেক্টর ! বলিউডের ভিতরের নোংরামি নিয়ে বিস্ফোরক অভিনেতা জিসান খান

জিসান জানিয়েছেন, ‘কাজের সূত্রে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, যারা বড় বড় নাম নিয়ে জানিয়েছে, তাঁদের সুযোগ পাইয়ে দিয়েছি। তার বদলে অন্য কিছু চাওয়া হত। আমি আমার অনেক বন্ধুকে দেখেছি কম্প্রোমাইজ করতে। কিন্তু আমি নিজের কাছে চিরদিন সঠিক ছিলাম। আমি জানতাম, এমন কিছু করব না। যাতে আমার শান্তির ঘুম নষ্ট হয়। সব সময় এই ভাবনা তাড়া না করে যে, আমি কিছু ভুল করেছি’।
Zeeshan Khan: প্যান্ট খুলতে বলেছিল এক কাস্টিং ডিরেক্টর ! বলিউডের ভিতরের নোংরামি নিয়ে বিস্ফোরক অভিনেতা জিসান খান

একটি উদাহরণ টেনে ‘নাগিন’ সিরিয়ালের অভিনেতা জানান, ‘টেলিভিশন দুনিয়ার এক নামী কাস্টিং ডিরেক্টর আমাকে অফিসে ডেকেছিলেন। উনি আমাকে শরীর প্রদর্শন করতে বলেন। আমি জানিয়েছিলাম, আপনাকে ছবি পাঠিয়ে দেব। কিন্তু সেই কাস্টিং ডিরেক্টর বলেন, সাধারণত লোকজন ছবিতে ফটোশপ করে। তুমি শার্ট খোলো। এই পর্যন্ত ঠিক ছিল। আমি শার্ট খুলে ফেলি। এরপর উনি আমার পা দেখতে চান। বলেন, প্যান্ট খোলো। আমি মানা করি। বলি জিনসের উপর দিয়েই দেখুন। উনি তখন রেগে যান। বলেন, তোর মতো আমি অনেক দেখেছি। আমাকে না বলছিস। দুদিন পরে এসে পায়ে পড়বি। বলবি, যা বলবেন তাই করব শুধু কাজ দিন। মনে রাখিস, তোকে আপসোস করতে হবে। আমিও মুখের উপর বলেছিলাম, আমি আপসোস নিয়েই বেঁচে থাকতে চাই। তবুও হ্যাঁ বলব না’। বহু বছর পর একটি পার্টিতে ওই কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছিল। তখন জিসান নামকরা অভিনেতা। এখনও পরোক্ষে খারাপ অফার মেলে। পার্টিতে স্ট্রিপার হওয়ার প্রস্তাবও পান অভিনেতারা, জানিয়েছেন জিসান।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.