৮১ বছর বয়সেও চুটিয়ে অভিনয় করে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ। অফুরন্ত তাঁর এনার্জি। যা বাংলা সিনেমা সত্যি বিরল। শুধুমাত্র অভিনয়ের জোরে এই বয়সে তিনি রীতিমতো স্টার। সব ধরণের চরিত্রে তিনি দিব্যি মাননশীল। এহেন পরাণ বাবু ‘গুরুতর’ অসুস্থ। এমন একটা খবর রটে যেতেই রীতিমতো হইচই। কী হয়েছে প্রিয় অভিনেতার ? সোশ্যাল মিডিয়ায় চলছে অনুসন্ধান। টালিগঞ্জ স্টুডিও পাড়াতেও চিন্তার ভাঁজ। কারণ সামনেই আগস্ট থেকে শুরু হবে ‘প্রধান’ ছবির shooting। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটির দ্বিতীয় ছবি। আগের সিনেমা ‘টনিক’ রীতিমতো ব্যবসা সফল। পাশাপাশি, আরও একটি সিনেমার শ্যুটিং চলছিল। সেই সময় পরাণ বন্দ্যোপাধ্যায় ‘অসুস্থ’ হয়ে পড়ায় শ্যুটিং বাতিল হয়ে যায়।
এই সব খবরের কতটা সত্যি ? প্রথমত, ‘গুরুতর অসুস্থ’ এই কথাতে প্রবল আপত্তি আছে পরাণ বাবুর। তিনি জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য আউট ডোর লোকেশনে যেতে হচ্ছে। প্রচণ্ড গরমে অভিনেতার সর্দি-গরমি হয়ে গিয়েছে। ঠান্ডা গরমে গলা বশে গিয়েছে। তাই চিকিৎসকরা কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। গলার যত্ন নিতে বলেছেন। তাঁর শরীর খারাপ ঠিকই তবে গুরুতর নয়। অতিরঞ্জিত খবর পরিবেশন করা হচ্ছে। যা হয়েছে, তার থেকে অনেক বেশি রটানো হয়েছে।
কিছুদিন আগেই ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজ শেষ করেছেন। হাতে আছে অভিজিৎ সেনের ‘প্রধান’ ছবি। ‘টনিক’-এর জুটি আবার ‘প্রধান’-এ রিপিট করছেন পরিচালক। প্রধান-এর সাফল্য নিয়ে আশাবাদী প্রযোজক। পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবের পাশাপাশি দেখা যাবে ‘মিঠাই’ সিরিয়ালের নায়িকা সৌমিতৃষাকে। আগস্ট থেকে শুরু হবে শ্যুটিং।
কী হয়েছে অভিনেতার ?
সপ্তাহের শুরুতেই খবর রটে পরাণ বাবু খুব অসুস্থ। শ্যুটিং বাতিল হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে সিনে পাড়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। নানা ধরণের জল্পনা ছড়িয়ে পড়তে থাকে। অভিনেতা কেমন আছেন ? কী হয়েছে ? জানতে বিভিন্ন সংবাদ মাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করে। সোমবার বিভিন্ন ওয়েবসাইটে লেখা হয়, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। শ্যুটিং বাতিল। তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই একটি প্রযোজনা সংস্থার কাছে তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতা খুঁজে নেওয়ার অনুরোধ করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর পক্ষে শ্যুটিং করা সম্ভব নয়। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না।এই সব খবরের কতটা সত্যি ? প্রথমত, ‘গুরুতর অসুস্থ’ এই কথাতে প্রবল আপত্তি আছে পরাণ বাবুর। তিনি জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য আউট ডোর লোকেশনে যেতে হচ্ছে। প্রচণ্ড গরমে অভিনেতার সর্দি-গরমি হয়ে গিয়েছে। ঠান্ডা গরমে গলা বশে গিয়েছে। তাই চিকিৎসকরা কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। গলার যত্ন নিতে বলেছেন। তাঁর শরীর খারাপ ঠিকই তবে গুরুতর নয়। অতিরঞ্জিত খবর পরিবেশন করা হচ্ছে। যা হয়েছে, তার থেকে অনেক বেশি রটানো হয়েছে।
কিছুদিন আগেই ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজ শেষ করেছেন। হাতে আছে অভিজিৎ সেনের ‘প্রধান’ ছবি। ‘টনিক’-এর জুটি আবার ‘প্রধান’-এ রিপিট করছেন পরিচালক। প্রধান-এর সাফল্য নিয়ে আশাবাদী প্রযোজক। পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবের পাশাপাশি দেখা যাবে ‘মিঠাই’ সিরিয়ালের নায়িকা সৌমিতৃষাকে। আগস্ট থেকে শুরু হবে শ্যুটিং।
No comments:
please do not enter any spam link in the comment box