বাতিল হওয়ার পর কোথায় যায় Indian rupee ? কোন কাজে লাগে ? জানলে অবাক হবেন

বাতিল হওয়ার পর কোথায় যায় Indian rupee ? কোন কাজে লাগে ? জানলে অবাক হবেন
Modi সরকার ক্ষমতায় আসার পর দুবার নোট বাতিলের ঘটনা ঘটল। প্রথম ২০১৬ সালে। যাকে ইতিহাস ‘নোট বন্দি’ হিসেবে স্মরণে রাখবে। ১০০০ টাকার নোট বাতিল করে ২০০০ টাকার নোট (Indian rupee) চালু করে সরকার। কিন্তু চলতি বছরে ফের নোট বাতিলের ঘোষণা করেছে মোদি সরকার। ২০১৬ সালেই প্রথম এই নোট চালু করা হয়েছিল। এখন বাতিলের পথে। অবশ্য এখনও পর্যন্ত ২০০০ নোট চলছে। সেপ্টেম্বরের পরে আর চলবে না। ততদিনের মধ্যে কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে তা ব্যাংকে গিয়ে বদলে নিতে বলেছে RBI। এখন প্রশ্ন হল এত বিপুল পরিমাণ বাতিল নোট নিয়ে সরকার করবে কী ? কোথায় যায় এত টাকা ? কোন কাজে লাগে ? এই প্রশ্ন বোধহয় সবার। এই প্রতিবেদনে আপনাদের জানাব, বাতিল নোট নিয়ে সরকার আসলে কী করে ?
বাতিল হওয়ার পর কোথায় যায় Indian rupee ? কোন কাজে লাগে ? জানলে অবাক হবেন

কী হয় বাতিল নোটের ?

যে কোনও দেশে নোট বাতিল হলে তা অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ধাক্কা লাগে। বিশেষ করে বিদেশী মুদ্রা ক্রয়ে নেমে যায় মুদ্রার মূল্য (dollar to indian rupees)। কিন্তু কালোবাজারি বা কালো ধনের জমায়েত রুখতে নোট বাতিল মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে। নোট বাতিল করে সমমূল্যের মুদ্রা চালু করা হয়। তারপর সেই বাতিল নোটগুলি জড়ো করে আরবিআই অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ একটি মেশিনের সাহায্যে নোটগুলি টুকরো করে ফেলা হয়। এইভাবে নষ্ট করা হয় বাতিল নোট। সারা দেশে আরবিআইয়ের ১৯টি অফিসে ২৭টি নোট কাটার মেশিন আছে।
বাতিল হওয়ার পর কোথায় যায় Indian rupee ? কোন কাজে লাগে ? জানলে অবাক হবেন

এবার প্রশ্ন উঠতে পারে, পাহাড় প্রমাণ টুকরোগুলো নিয়ে কী করে আরবিআই ? বাতিল নোটের টুকরো গুলি সংকুচিত করে কার্ড বোর্ড তৈরি করা হয়। এবার সেই কার্ডগুলি দিয়ে বই, খাতা ও ফাইল ইত্যাদি বানানো হয়। তবে যে কার্ডগুলি বেশি শক্ত হয়ে যায়, সেগুলি জ্বালানির কাজেও লাগে। পাশাপাশি, সিমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে। আবার যেসব নোট নষ্ট হয়ে যায়, সেগুলি সার হিসেবে ব্যবহার করে সরকার। ২০০০ সালে প্রথম ব্যাংক অফ ইল্যান্ড এইভাবে নোট নষ্ট করার নিয়ম চালু করে। সেই নিয়ম মেনেই প্রতিটি দেশ নোট বাতিল করে থাকে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.