Bangla serial actress Rupanjana Mitra love : নিজের থেকে আট বছরের ছোট প্রেমিকের প্রেমে হাবুডুবু, জানুন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের প্রেমিক কে ?
বেহুলার শাশুড়ি সনকা থেকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্যর মা। দীর্ঘ কয়েক দশক জুড়ে বাংলা সিরিয়ালের দাপুটে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। মিত্র। শুধু সিরিয়াল কেন ? সিনেমা ও ওয়েব সিরিজেও তিনি নিয়মিত মুখ। এখন তাঁকে বাংলার দর্শক চেনে দীপার শাশুড়ি লাবণ্য হিসেবে। প্রথম দিকে এই চরিত্রটিতে নেগেটিভ শেড ছিল। কিন্তু ধীরে ধীরে গল্প যত এগিয়েছে, তত স্পষ্ট হয়েছে লাবণ্যের চরিত্র। ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রূপাঞ্জনা। ভক্তদের ভালোবাসা তিনি যেমন পেয়েছেন, তেমনি আবার রিয়েল লাইফে প্রেমে খেয়েছেন ধাক্কা। রূপাঞ্জনা মিত্রের love লাইফ ট্রাজেডিতে ভরা। প্রথম বিয়ে ১৫ বছরের মাথায় ভেঙে যায়। ভালোবেসেই বিয়ে করে ঠকে ছিলেন। তবে ভালোবাসার উপর বিশ্বাস হারাননি। ফের প্রেমে পড়েছেন। আর এবার প্রেম কিছুটা অন্যরকম।
বাগদান হয়ে গিয়েছে। এবার সামাজিকভাবে বিয়েটা সেরে ফেলতে চান। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, খুব কম বয়সে নিজের পচ্ছন্দ মতো বিয়ে করেছিলেন। তবে ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। তাও ১৫ বছর শুধু ছেলের মুখ চেয়ে বিয়ে টিকিয়ে রেখেছিলেন। শেষে আর পারেননি। তখন ছেলের হাত ধরে বেরিয়ে আসেন। বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। পরিবারের পক্ষ থেকে অনেক বাধা এসেছে। অনেকে বোঝানোর চেষ্টা করেছেন। মানিয়ে নিতে বলেছেন কেউ কেউ। তবুও নিজের সিদ্ধান্তে অচল ছিলেন তিনি। ভেবেছিলেন জীবনে আর সম্পর্কে জড়াবেন না। তবে কবে মনের অজান্তে রাতুলকে ভালো লেগে গেল বুঝতে পারেননি। আগামী ডিসেম্বরে চার হাত এক হবে। ছেলে রিয়ানের সঙ্গে রাতুলের বন্ডিং খুব ভালো। বয়সে ছোট প্রেমিক বলে এখনও কটাক্ষ শুনতে হচ্ছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে।
আট বছরের ছোট প্রেমিক
জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সোশ্যাল সাইটে আনাগোনা বেশ ভালোই। সেখানে ভালো ফ্যান ফলোয়ার আছে তাঁর। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ফের বিয়ের ঘোষণা করেছেন তিনি। রিল লাইফে নয়, রিয়েল লাইফে ফের বউ সাজবেন তিনি। অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে ফ্যানরা। এর আগেও বিয়ে হয়েছিল রূপাঞ্জনার। তাঁর একটি দশ বছরের ছেলে আছে। ছেলে মায়ের সঙ্গেই থাকে। এবার বয়সে আট বছরের ছোট প্রেমিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রূপাঞ্জনা। আর এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। আত্মীয়স্বজন থেকে বন্ধুবান্ধব কেউ ছেড়ে কথা বলেনি। অনেকেই সম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছে। সে সব কিছুতে কর্ণপাত করেননি অভিনেত্রী। চলতি বছরের ফ্রেবুয়ারি মাসে বাগদান সেরে নিয়েছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই আংটি বদলে একমাত্র সাক্ষী ছিল ছেলে রিয়ান।বাগদান হয়ে গিয়েছে। এবার সামাজিকভাবে বিয়েটা সেরে ফেলতে চান। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, খুব কম বয়সে নিজের পচ্ছন্দ মতো বিয়ে করেছিলেন। তবে ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। তাও ১৫ বছর শুধু ছেলের মুখ চেয়ে বিয়ে টিকিয়ে রেখেছিলেন। শেষে আর পারেননি। তখন ছেলের হাত ধরে বেরিয়ে আসেন। বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। পরিবারের পক্ষ থেকে অনেক বাধা এসেছে। অনেকে বোঝানোর চেষ্টা করেছেন। মানিয়ে নিতে বলেছেন কেউ কেউ। তবুও নিজের সিদ্ধান্তে অচল ছিলেন তিনি। ভেবেছিলেন জীবনে আর সম্পর্কে জড়াবেন না। তবে কবে মনের অজান্তে রাতুলকে ভালো লেগে গেল বুঝতে পারেননি। আগামী ডিসেম্বরে চার হাত এক হবে। ছেলে রিয়ানের সঙ্গে রাতুলের বন্ডিং খুব ভালো। বয়সে ছোট প্রেমিক বলে এখনও কটাক্ষ শুনতে হচ্ছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে।
No comments:
please do not enter any spam link in the comment box