দীর্ঘ এক দশক ধরে zee bangla-র মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিদি নম্বর ওয়ান ১০ বছর ধরে নিয়মিত টিভির পর্দায় আসে। এত দিন ধরে কোনও সঞ্চালনা করা চাট্টিখানি কথা নয়। দীর্ঘদিন ধরেই রচনার শো শীর্ষ স্থানে। তার আগে ওড়িয়া, তারপর বাংলা সিনেমায় চুটিয়ে নায়িকা হিসেবে কাজ করেছেন। এখন টিভি আর নিজের ব্যবসা নিয়ে আছেন অভিনেত্রী। অনেকেই জানেন, শো সঞ্চালনার পাশাপাশি কাপড়ের ব্যবসা করেন রচনা (Rachana Banerjee)। বেশ কয়েক বছর ধরে তিনি এই ব্যবসা করছেন। শাড়ি নিয়ে কারবারের সঙ্গেই আরও একটি নতুন ব্যবসা শুরু করলেন তিনি। নিজেকে আগামী দিনে একটি ব্র্যান্ডের মালকিন হিসেবে দেখতে চান রচনা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুক লাইভে এসে নিজের শাড়ি বিক্রি করা শুরু করেন রচনা। বাংলা সিনেমার প্রথম সারির একজন অভিনেত্রী শাড়ির ব্যবসা করছে ? প্রথম দিকে অনেকেই এই নিয়ে মুখ বেঁকিয়ে ছিল। নানা কটু কথাও শুনতে হয়েছিল। কিন্তু রচনাকে থামানো যায়নি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের পরিচিতি গড়ে তুলতেই ব্যবসা খুলেছেন। আগামী দিনে ইচ্ছা নিজস্ব একটা ব্যান্ড তৈরি করা। আগামী দিনে অনেক মেয়ে তাঁর ব্যান্ডের অধীনে কাজ করবেন, এটা স্বপ্ন। বাংলার দিদিদের রোজকারের পথ খুলে দিতে চান তিনি। ইতিমধ্যেই ফেসবুক থেকে ব্যবসা দোকানে স্থানান্তরিত হয়েছে। একটি নিজস্ব দোকান খুলে ফেলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
শাড়ির পর এবার রূপচর্চার সামগ্রী বিক্রি শুরু করলেন তিনি। তাঁর দোকান থেকে কসমেটিক সামগ্রীও পাওয়া যাবে। তার জন্য প্রস্তুতি শুরু করলেন রচনা। খুব তাড়াতাড়ি রচনার নিজস্ব রূপচর্চার সামগ্রীর ব্যান্ড খুলে ফেলবেন। সেসব নিয়ে এখনই কিছু বলতে চাননি। শোনা যাচ্ছে, বাজারে আসতে চলছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রূপচর্চার সামগ্রী। কে বলেছে বাঙালি ব্যবসায় ভয় পায় ? বাণিজ্যে বসতি লক্ষ্মী, মেনে চলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
কী নতুন ব্যবসা ?
সিনেমা জগতে গ্লামার টাকা থাকলেও নিশ্চয়তা নেই। আজ সব আছে, কাল নাও থাকতে পারে। হিরো থেকে জিরো হতে বেশি সময় লাগে না। তাই অভিনয়ের পাশাপাশি আজকাল অভিনেতা-অভিনেত্রীরা নানা ধরণের ব্যবসায় মনোনিবেশ করছেন। কেউ জিম খুলছেন, কেউ রেস্তরাঁ, কেউ আবার শাড়ি-গয়নার ব্যবসা। রচনা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের মধ্যে অন্যতম। বেশ কয়েক বছর আগে নিজের কালেকশনের শাড়ি নিয়ে ব্যবসা খুলে ফেলেন। একদিনে সাফল্য আসেনি। ধীরে ধীরে তাঁর শাড়ির ভাণ্ডার মানুষের পচ্ছন্দ হয়েছে। ক্রেতা বেড়েছে। এমনকি এখন বিদেশেও রচনা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি বিক্রি হচ্ছে।ফেসবুক লাইভে এসে নিজের শাড়ি বিক্রি করা শুরু করেন রচনা। বাংলা সিনেমার প্রথম সারির একজন অভিনেত্রী শাড়ির ব্যবসা করছে ? প্রথম দিকে অনেকেই এই নিয়ে মুখ বেঁকিয়ে ছিল। নানা কটু কথাও শুনতে হয়েছিল। কিন্তু রচনাকে থামানো যায়নি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের পরিচিতি গড়ে তুলতেই ব্যবসা খুলেছেন। আগামী দিনে ইচ্ছা নিজস্ব একটা ব্যান্ড তৈরি করা। আগামী দিনে অনেক মেয়ে তাঁর ব্যান্ডের অধীনে কাজ করবেন, এটা স্বপ্ন। বাংলার দিদিদের রোজকারের পথ খুলে দিতে চান তিনি। ইতিমধ্যেই ফেসবুক থেকে ব্যবসা দোকানে স্থানান্তরিত হয়েছে। একটি নিজস্ব দোকান খুলে ফেলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
শাড়ির পর এবার রূপচর্চার সামগ্রী বিক্রি শুরু করলেন তিনি। তাঁর দোকান থেকে কসমেটিক সামগ্রীও পাওয়া যাবে। তার জন্য প্রস্তুতি শুরু করলেন রচনা। খুব তাড়াতাড়ি রচনার নিজস্ব রূপচর্চার সামগ্রীর ব্যান্ড খুলে ফেলবেন। সেসব নিয়ে এখনই কিছু বলতে চাননি। শোনা যাচ্ছে, বাজারে আসতে চলছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রূপচর্চার সামগ্রী। কে বলেছে বাঙালি ব্যবসায় ভয় পায় ? বাণিজ্যে বসতি লক্ষ্মী, মেনে চলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
No comments:
please do not enter any spam link in the comment box