মহাধুমধাম করে শুক্রবার মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। হিন্দির পাশাপাশি তামিল, মালায়লাম, তেলেগু সহ দেশ-বিদেশের নানা ভাষায় মুক্তি পেয়েছে প্রভাসের ছবি। সকাল থেকেই বিভিন্ন মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে লম্বা লাইন। গত রবিবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন ট্রেড অ্যানালিসিসদের দেওয়া হিসেব বলছে, প্রথম দিনে কয়েক লক্ষ টিকিট বিক্রি হয়েছে। আদিপুরুষ রিলিজ করার পর নানা ধ্রনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি যেটা হইচই ফেলে দিয়েছে, একটি সিনেমা হলের ব্যালকনিতে বসে আছে স্বয়ং হনুমান! আর সেই দৃশ্য দেখে হলে উপস্থিত জনতা চিৎকার করে উঠল জয় শ্রী রাম। সকাল থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। কয়েক লক্ষ শেয়ার হয়ে গিয়েছে।
‘জয় শ্রীরাম’
ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হলের মধ্যে তখন সিনেমা পুরো দমে চলছে। হঠাৎ কয়েকজনের নজর পরে উপর দিকে। দেখা যায় হলের ভিতরে ঢুকে পর্দার দিকে উঁকিঝুঁকি মারছে একটি হনুমান। সেই দৃশ্য দেখে শুরু হয় চিৎকার। কেউ কেউ রব তোলে জয় শ্রীরাম। অনেকে সেই দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন। সোশ্যাল সাইটে শেয়ার করতেই আগুনের বেগে ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, স্বয়ং হনুমান সিনেমা দেখতে এসেছিলেন। তাঁর আশীর্বাদে ‘আদিপুরুষ’ সুপারহিট হবে। সব রেকর্ড ভেঙে ফেলবে।Hanuman Entry 🔥🔥
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 16, 2023
pic.twitter.com/IsrjMl8Igs
No comments:
please do not enter any spam link in the comment box