Adipurush review: আদিপুরুষ দেখতে হলে ঢুকল সত্যিকারের হনুমান! দেখুন ভিডিও

Adipurush review: আদিপুরুষ দেখতে হলে ঢুকল সত্যিকারের হনুমান! দেখুন ভিডিও
মহাধুমধাম করে শুক্রবার মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। হিন্দির পাশাপাশি তামিল, মালায়লাম, তেলেগু সহ দেশ-বিদেশের নানা ভাষায় মুক্তি পেয়েছে প্রভাসের ছবি। সকাল থেকেই বিভিন্ন মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে লম্বা লাইন। গত রবিবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন ট্রেড অ্যানালিসিসদের দেওয়া হিসেব বলছে, প্রথম দিনে কয়েক লক্ষ টিকিট বিক্রি হয়েছে। আদিপুরুষ রিলিজ করার পর নানা ধ্রনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি যেটা হইচই ফেলে দিয়েছে, একটি সিনেমা হলের ব্যালকনিতে বসে আছে স্বয়ং হনুমান! আর সেই দৃশ্য দেখে হলে উপস্থিত জনতা চিৎকার করে উঠল জয় শ্রী রাম। সকাল থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। কয়েক লক্ষ শেয়ার হয়ে গিয়েছে।
Adipurush review: আদিপুরুষ দেখতে হলে ঢুকল সত্যিকারের হনুমান! দেখুন ভিডিও

‘জয় শ্রীরাম’

ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হলের মধ্যে তখন সিনেমা পুরো দমে চলছে। হঠাৎ কয়েকজনের নজর পরে উপর দিকে। দেখা যায় হলের ভিতরে ঢুকে পর্দার দিকে উঁকিঝুঁকি মারছে একটি হনুমান। সেই দৃশ্য দেখে শুরু হয় চিৎকার। কেউ কেউ রব তোলে জয় শ্রীরাম। অনেকে সেই দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন। সোশ্যাল সাইটে শেয়ার করতেই আগুনের বেগে ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, স্বয়ং হনুমান সিনেমা দেখতে এসেছিলেন। তাঁর আশীর্বাদে ‘আদিপুরুষ’ সুপারহিট হবে। সব রেকর্ড ভেঙে ফেলবে।

বজরংবলীর জন্য সংরক্ষিত আসন

তিরুপতিতে ছবির ফাইনাল ট্রেলার রিলিজের সময় ছবির পরিচালক ওম রাউত প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ করেন, যে যে হলে ‘আদিপুরুষ’ দেখানো হবে, সেখানে একটি করে আসন হনুমানজির জন্য রেখে দেওয়া হোক। কারণ কথায় আছে, যেখানে রামায়ণ গান হয়, সেখানে স্বয়ং হনুমান উপস্থিত থাকেন। পরিচালকের অনুরোধ মতো প্রতিটি হলের একটি আসন হনুমানজির জন্য রেখে দেওয়া হয়েছে। ছবি রিলিজের পর অনেক ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের একটি আসনে বজরংবলীর ছবি বা মূর্তি রাখা থাকছে। মালা পড়ানো সেই ছবিতে অনেকেই প্রণাম করে ঢুকছেন।
Adipurush review: আদিপুরুষ দেখতে হলে ঢুকল সত্যিকারের হনুমান! দেখুন ভিডিও

কেমন হল আদিপুরুষ ?

রামায়ণ-এর থেকে অনুপ্রাণিত আদিপুরুষ সাত হাজার বছর আগের ভারতবর্ষের প্রেক্ষাপতে নির্মিত। কীভাবে লংকায় গিয়ে জানকি মাতাকে উদ্ধার করেন রাঘব। সেটাই ছবির বিষয় বস্তু। ছবিটি দেখে অনেক মিশ্র প্রতিক্রিয়া আসছে। কিছু কিছু দর্শক সিনেমাটি দেখে উচ্ছ্বসিত। আবার কেউ বলছেন, মোটামুটি লেগেছে। প্রথম ধাপ খুব ভালো। কিন্তু সেকেন্ড হাফ আরও ভালো হওয়া প্রয়োজন ছিল। ছবির ভিএফএক্স মোটামুটি। অভিনয়ে প্রভাস একাই একশো। শুধুমাত্র তাঁর জন্য ছবিটি একবার দেখা যেতে পারে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.