শাড়ি, ব্লাউজ ছেড়ে খোলামেলা পোষাকে নাচ, চরম trolled অপরাজিতা আঢ্য

বাংলা সিনেমা হোক বা সিরিয়াল। অপরাজিতা আঢ্য একজন সেলেব আর্টিস্ট। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবন। সিনেমা দিয়ে শুরু হলেও এখন তিনি ছোট পর্দার লক্ষ্মী কাকিমা। তবে তাঁর সুখ্যাতি সদূর মুম্বাই পর্যন্ত পৌঁছে গিয়েছে। ‘মেরি প্যায়ারি বিন্দু’ সিনেমাতে তিনি ছিলেন পরিণীতি চোপড়ার মা। এছাড়াও হিন্দি বিজ্ঞাপনেও চেনা মুখ হয়ে গিয়েছেন। নায়িকাদের মতো তাঁর শারীরিক গঠন নয়। ডায়েট নিয়ন্ত্রণও করেন না। তিনি প্রমাণ করে দীয়েছেন, অভিনয় করতে জানলে মোটা চেহারা কোন ব্যাপার নয়। যেকোনও চরিত্রে অপরাজিতা মানানসই। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন খোলামেলা পোষাকে ভিডিও বা রিল বানিয়ে শেয়ার করেন, তখনই রে রে করে ওঠে নেট পাড়া। চরম trolled হন তিনি। এর আগেও হয়েছে। আবার খোলামেলা পোষাকে রিল বানিয়ে কটাক্ষের শিকার অপরাজিতা আঢ্য।

সিরিয়াল বা সিনেমাতে অপরাজিতা সাধারণত শাড়ি পড়েন। তার বাইরে অন্যকোনও ভাবে দর্শক তাঁকে দেখেননি। নিজেকে কোনও দিন ওয়েস্টার্ন ড্রেসে মেলে ধরেননি। শাড়ি পড়ে বাঙালি সাজে তাঁকে দেখে অভ্যস্ত সাধারণ দর্শক। এর বাইরে অন্যকিছু করতে গেলে দর্শক নেবে না, তা আগেও প্রমাণিত হয়েছে। কয়েক মাস আগে সমুদ্র পাড়ে সাদা পাতলা জামা ও হাফ প্যান্ট পড়ে হিন্দি গানের সঙ্গে রিল বানিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করতেই কটাক্ষের বান আসে। বডি শেমিং নিয়ে হাজারো মন্তব্য। কেউ হাতি, কেউ জলহস্তি ইত্যাদি নানা বিভূষণে তাঁকে ভূষিত করে নেটিজেনরা। ফের একবার সেই একই কাণ্ড।

কিছুদিন আগে আঁটোসাঁটো ওয়েস্টার্ন পোষাক পড়ে রিল বানিয়েছেন অপরাজিতা আঢ্য। সেই ভিভিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। আর তা দেখে ফের নিন্দার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘আপনাকে এমনি দেখতে সুন্দর। রোগা হতে না পেরে ফ্রাস্টেটেড হয়ে শাড়ি খুলে ফেলে উল্টোপাল্টা পোষাক পড়া আধুনিকতা নয়। যে চেহারায় যেটা শোভনীয় সেটাই করা উচিত’। এছাড়া নীল সমুদ্রের পাড়ে খোলামেলা পোষাকে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। এসব দেখে একজন লিখেছেন, ‘এতদিন আপনার কোনও ভিডিওতে কমেন্ট করিনি। এখন করছি। বলছি দিদি এইসব ন্যাকামি না করলেই কী নয়। মানছি আপনি খুব বড় অভিনেত্রী। তাই বলে যা খুশি তাই করবেন ?’ প্রশ্ন নেটিজেনদের।


READ MORE: adipurush movie-এর ১০ হাজার টিকিট বুক করলেন রণবীর কাপুর, কিন্তু কেন ? 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.