হিন্দি বলয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ১০ হাজার টিকিট বিলি করবেন রণবীর কাপুর। আদিপুরুষ সিনেমার প্রযোজক সংস্থা এই খবর জানিয়েছে। পড়ুন বিস্তারিত।
আগামী ১৬ জুন সমগ্র বিশ্বজুড়ে মুক্তি পাবে adipurush movie। চারিদিকে তার প্রস্তুতি তুঙ্গে। ৬০০ কোটি বাজেটের এই সিনেমার শুধুমাত্র একদিনের প্রচারের জন্য ৩ কোটি টাকা খরচ করেছে প্রযোজকরা। ৫০ লক্ষ টাকার বাজি পোড়ানো হয়েছে। তিরুপতি তিরুমালার কাছে একটি স্টেডিয়ামে এই ইভেন্টের আয়োজন করা হয়। সইফ আলি খান বাদে ছবির প্রায় প্রত্যেক তারকা সেই ইভেন্টে উপস্থিত ছিলেন। ফাইনাল ট্রেলার এদিন প্রকাশ করা হয়। রামায়ণ-এর উপর নির্ভর এই সিনেমার পাশে দাঁড়ালেন অভিনেতা রণবীর কাপুর। কীভাবে ?
আদিপুরুষ-এর ১০০০০ টিকিট কিনলেন রণবীর
বুধবার প্রযোজক অভিষেক আগরওয়াল ঘোষণা করেন, সমগ্র তেলেঙ্গানার পথ শিশু ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য ১০ হাজার টিকিট তিনি কাটবেন। সবাইকে বিনামূল্যে দেখানো হবে আদিপুরুষ। এবার আদিপুরুষ-এর সমর্থনে এগিয়ে গেলেন অভিনেতা রণবীর কাপুর। তিনি সারা দেশের অবহেলিত শিশুদের জন্য ১০ হাজার টিকিট আগাম বুক করলেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় রামায়ণের গল্প শুনে তিনি বড় হয়েছেন। এখনকার শিশুরা শ্রীরামের গল্পগাথা থেকে কিছু শিখতে পারে, তাই তার এই উদ্যোগ।সমগ্র হিন্দি বলয়ে একটি এনজিও-র মাধ্যমে টিকিটগুলি তিনি বিলিবন্টন করবেন। আদিপুরুষ-এর প্রযোজক সংস্থা এই খবরের সত্যতা স্বীকার করেছে। রণবীরের মতো অভিনেতা সিনেমাটির পাশে দাঁড়ানোয় তাঁরা খুব খুশি। প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের ‘আদিপুরুষ’ হলিউডের যেকোনও সিনেমার সমান। সিনেমাটি ২ডি-র পাশাপাশি ৩ ডিতেও রিলিজ হবে। আদিপুরুষ সিনেমার অগ্রিম বুকিং চলতি সপ্তাহের শেষ থেকেই শুরু হবে। ইতিমধ্যেই পারদ চড়ছে।
তবে সিনেমার ট্রিজার রিলিজের পর সমালোচনার ঝড় ওঠে। খারাপ ভিএফএক্স নিয়ে কটাক্ষ শুরু হয়। তবে সবথেকে বেশি সমালোচিত হয়েছে রাবণের লুক নিয়ে। সইফ আলি খান এই ছবিতে রাবণের ভূমিকায় কাজ করেছেন। বাধ্য হয়ে টিজার তুলে নেয় প্রযোজক সংস্থা টি-সিরিজ। প্রায় ৬ মাস সময় নিয়ে ফের ভিএফএক্সের কাজ হয়েছে। পরিবর্তন ক্রা হয়েছে অনেক কিছু। তবে নতুন ট্রেলারে রাবণকে লুকিয়ে রাখা হয়েছে। তাঁর রূপের কোনও পরিবর্তন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। কারণ রাবণকে আর দেখানো হয়নি। ফাইনাল ট্রেলার শুরু হয়েছে সীতাহরণের দৃশ্য দিয়ে। সেখানেও রাবণকে লুকিয়ে রাখা হয়েছে। তাই ছবির প্রচার থেকে সইফ আলি খান নিজেকে সরিয়ে নিয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box