বিয়ের আগে টেস্ট ড্রাইভ জরুরি ! বিয়ের আগে যৌনতার পক্ষে সাওয়াল, আসছে lust stories 2

বিয়ের আগে টেস্ট ড্রাইভ জরুরি ! বিয়ের আগে যৌনতার পক্ষে সাওয়াল, আসছে lust stories 2
২০১৮ সালে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ওয়েব সিনেমা lust stories। ভালোবাসা নয়, বরং যৌন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে সাজানো চারটি ভিন্ন স্বাদের গল্প। অভিনয় করেছিলেন ভিকি কৌশল, রাধিকা আপ্তে, কিয়ারা আডবানি, ভূমি পেদনাকর, মণীষা কৈরালা। বিয়ে, ভালোবাসা এবং কামনা নিয়ে ভারতীয়দের চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে রীতিমতো আঘাত করেছিল লাস্ট স্টোরিজ। প্রায় পাঁচ বছর পর নেটফ্লিক্স ফের আনছে lust stories 2। মঙ্গলবার সিকিয়্যুয়েলের ট্রিজার প্রকাশ্যে এসেছে। এবারও বিয়ের আগে যৌনতার পক্ষে জোরদার সওয়াল করা হয়েছে। এবার যৌনতা, আকাঙ্ক্ষার হয়ে বলবেন কাজল, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, ম্রুণাল ঠাকুর ও তিলোত্তমা সোম।
বিয়ের আগে টেস্ট ড্রাইভ জরুরি ! বিয়ের আগে যৌনতার পক্ষে সাওয়াল, আসছে lust stories 2

থাকছে চমক

বিয়ের আগে যৌনতা জরুরি। এই সংলাপ শোনা গিয়েছে ট্রিজারে। নীনা গুপ্তার চরিত্র বলছেন, ছোট গাড়ি কেনার আগে যদি টেস্ট ড্রাইভ করা হয়, তাহলে বিয়ের আগে নয় কেন ? এমনই মজার গল্পে সিরিজ সাজিয়েছেন আর বালকি, সুজয় ঘোষ, কঙ্কনা সেন শর্মা এবং অমিত রবীন্দরনাথ শর্মার মতো পরিচালকরা। আগামী ২৯ জুন সিরিজটি রিলিজ হবে। এই সিরিজে একসঙ্গে দেখা যাবে তামান্নার চর্চিত প্রেমিক বিজয় বর্মাকে। দুজনের অন স্ক্রিন রোমান্স ফুটে উঠবে। শোনা যায়, এই সিরিজে একসঙ্গে অভিনয় করতে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
বিয়ের আগে টেস্ট ড্রাইভ জরুরি ! বিয়ের আগে যৌনতার পক্ষে সাওয়াল, আসছে lust stories 2

ট্রিজারের প্রথমেই বয়স্ক নীনা গুপ্তাকে দেখানো হয়েছে। তাঁর মুখে সংলাপ শুনে সবাই থ। বিয়ের আগে যৌনতাকে (wander lust) ‘টেস্ট ড্রাইভ’ বলেছেন তিনি। ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে নীনার মুখে শোনা যায় এই সংলাপ। তখন তাঁকে থামানোর চেষ্টা করে ছেলে। কিন্তু মা নীনা গুপ্তাকে বিরত করা যায়নি। আরও সাংঘাতিক কথা বলেন তিনি। যা শুনে হাসি চেপে রাখতে পারেননি কাজল। তবে কাজল এখান কোন চরিত্রে অভিনয় করেছেন, তা স্পষ্ট করা হয়নি। সবটাই একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। দেখুন ট্রিজার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.