আবার আসছে big boss। তবে ছোট পর্দায় নয়। বরং আরও ক্ষুদ্রতম পর্দায়। অর্থাৎ ওটিটিতে দেখা যাবে বিগ বস। যার সঞ্চালনা করবেন ‘ভাইজান’ সলমান খান। ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই শো। জানা হিয়ে ১৩ জন প্রতিযোগীর নাম। তার মধ্যে দুটি নাম সাম্প্রতিক কালে বিরাট বিতর্ক সৃষ্টি করেছিল। একজন অভিনেতা নওয়াজ উদ্দিনের স্ত্রী আলিয়া। আর দ্বিতীয়জন তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফালাক নাজ। আলিয়া সিদ্দিকি কয়েক মাস আগে থেকেই নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় খবরের শিরোনামে তিনি। এখন শোনা যাচ্ছে, নওয়াজউদ্দিনের সঙ্গে বিচ্ছেদের আগে পরকিয়ায় জড়িয়ে পরেছিলেন। অন্যদিকে, ফালাক নাজ, তুনিশা হত্যা মামলায় ভাইয়ের সঙ্গে নাম জড়িয়ে যায়।
এঁদের পাশাপাশি আরও কয়েকজনের নাম শোনা গিয়েছে। যেমন লক আপ খ্যাত অঞ্জলি অরোরা, মনীষা রানি, কেভিন আলমসিফার, বেবিকা ধুরভে, শ্রুতি সিনহা ও জাদ হাদিদকে বিগ বসে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কারও নাম ঘোষণা হয়নি। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনকে শোতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ‘না’ বলেছেন। বিগ বস ওটিটি-২ jio cinema-তে ১৭ জুন থেকে দেখা যাবে। এবারের শো সঞ্চালনা করবেন সলমান খান। ২০২১-এর বিগ বস ওটিটির দায়িত্বে ছিলেন করণ জোহর।
কারা কারা থাকছেন ?
একটি ইংরেজি সংবাদমাধ্যমের পরিবেদন অনুসারে, এবারের বিগ বসে প্রতিযোগী হয়ে থাকবেন আলিয়া সিদ্দিকি, আকাঙ্ক্ষা পুরী, জিয়া শংকর, পুনীত সুপারস্টার, অবিনাশ সচদেব, সাইরাস ব্রাচো, ফালাক নাজ ও পলক পলসওয়ানি। আলিয়া সিদ্দিকি এখন পরিচিত নাম। আকাঙ্ক্ষা পুরী কিছুদিন আগে স্বয়ম্বরঃ মিকা কা ভোদি জয়ী। অন্যান্যদের মধ্যে জিয়া শংকর সম্প্রতি রীতেশ দেশমুখের মারাঠী ছবি ‘বেদ’-এর হাত ধরে সিনেমা জগতে প্রবেশ করেছেন। অভিনেতা অবিনাশ সচদেব ‘ছোটি বহু’, ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে পরিচিত মুখ। সাইরাস অনেক দিন ধরেই এমটিভির জনপ্রিয় ভিজে। তাঁকে ‘এমটিভি বাকরা’তে দেখা যেত। পুনিত সুপারস্টার মূলত সোশ্যাল মিডিয়া স্টার। ইনস্টাগ্রামে মজার ভিডিও বানিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। থাকছেন অবিনাশের গার্লফ্রেন্ড পলক।এঁদের পাশাপাশি আরও কয়েকজনের নাম শোনা গিয়েছে। যেমন লক আপ খ্যাত অঞ্জলি অরোরা, মনীষা রানি, কেভিন আলমসিফার, বেবিকা ধুরভে, শ্রুতি সিনহা ও জাদ হাদিদকে বিগ বসে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কারও নাম ঘোষণা হয়নি। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনকে শোতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ‘না’ বলেছেন। বিগ বস ওটিটি-২ jio cinema-তে ১৭ জুন থেকে দেখা যাবে। এবারের শো সঞ্চালনা করবেন সলমান খান। ২০২১-এর বিগ বস ওটিটির দায়িত্বে ছিলেন করণ জোহর।
No comments:
please do not enter any spam link in the comment box