দেওল পরিবারে বাজছে খুশির সানাই। সানি দেওলের ছেলে করণ দেওলের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন দ্রিশা আচার্য। চার হাত এক হতে দু’দিন বাকি। তার আগে পাঞ্জাবী রীতি মেনে চলছে বিয়ের আগের নানা আচার-অনুষ্ঠান। বিবাহ উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠান। মঙ্গলবার হয়ে গেল রোকা অনুষ্ঠান। সেই উপলক্ষে দুই পরিবার এক হয়েছিল। জমিয়ে খাওয়া-দাওয়ার পাশাপাশি নাচাগানা হল। ছেলের বিয়ে বলে কথা। সবার আগে নাচলেন সানি দেওল। অনেকই জানেন না, সানি দেওলের বউমা (Sunny deol daughter in law) আসলে একজন বাঙালি। বাংলার পাশাপাশি বলিউডের সঙ্গে আছে তাঁর গভীর যোগ। কীভাবে ? জানব এই প্রতিবেদনে।
দ্রিশা আচার্য একজন বাঙালি বাড়ির মেয়ে। বাংলার সঙ্গে আছে গভীর টান। তিনি বিখ্যাত পরিচালক বিমল রায়ের নাতনি চিম্মু ভট্টাচার্যের মেয়ে। চিম্মু বিমল রায়ের কন্যা রিংকি ভট্টাচার্যের মেয়ে। রিংকি বিয়ে করেছিলেন আর এক বিখ্যাত পরিচালক বসু ভট্টাচার্যকে। সেই সূত্রে দ্রিশা পরিচালক বিমল রায়ের প্রপৌত্রি। দ্রিশার সঙ্গে বলিউডের কোনও যোগ নেই। তিনি দুবাইয়ে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। দ্রিশা আর সানি দেওলের ছেলে করণ ছোটবেলার বন্ধু। একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছেন। তবে বন্ধুত্ব ধীরে ধিরে প্রেমে পরিণতি পায়। সেখান থেকে আজ ছাতনাতলায়। আর একদিনের অপেক্ষা। তার পর বন্ধু চিরসাথীতে পরিণত হবে। খাতায় কলমে দেওল পরিবারের পুত্রবধূ হবেন দ্রিশা আচার্য।
বিয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটাতে ছেলের বিয়েতে সানি দেওলকে জমিয়ে নাচতে দেখা গেল। রোকা অনুষ্ঠানে সানি দেওলকে কালো শার্ট, প্যান্ট ও বুট জুতো পড়ে নাচতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন এক বর্ষীয়ান অতিথিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। তবে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন সানির বউমা দ্রিশা আচার্য। কিছু দিনের মধ্যেই রিলিজ হবে সানি দেওলের gadar 2 movie। শোনা যাচ্ছে, এই ছবিতে একটি কেমিও চরিত্রে দেখা যেতে পারে সানি পুত্র করণকে। অবশ্য এর আগে করণ ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন। তার আগে বাবা-কাকা-দাদুর ছবি ‘যমলা পাগলা দিবানা ২’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করে বলিউড যাত্রা শুরু করেন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে তাঁর আর একটি ছবি ‘আপনে ২’। এর ছবিতে করণ দেওলের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, ববি দেওল ও দাদু ধর্মেন্দ্র।
কে এই দ্রিশা আচার্য ?
দ্রিশা আচার্য একজন বাঙালি বাড়ির মেয়ে। বাংলার সঙ্গে আছে গভীর টান। তিনি বিখ্যাত পরিচালক বিমল রায়ের নাতনি চিম্মু ভট্টাচার্যের মেয়ে। চিম্মু বিমল রায়ের কন্যা রিংকি ভট্টাচার্যের মেয়ে। রিংকি বিয়ে করেছিলেন আর এক বিখ্যাত পরিচালক বসু ভট্টাচার্যকে। সেই সূত্রে দ্রিশা পরিচালক বিমল রায়ের প্রপৌত্রি। দ্রিশার সঙ্গে বলিউডের কোনও যোগ নেই। তিনি দুবাইয়ে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। দ্রিশা আর সানি দেওলের ছেলে করণ ছোটবেলার বন্ধু। একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছেন। তবে বন্ধুত্ব ধীরে ধিরে প্রেমে পরিণতি পায়। সেখান থেকে আজ ছাতনাতলায়। আর একদিনের অপেক্ষা। তার পর বন্ধু চিরসাথীতে পরিণত হবে। খাতায় কলমে দেওল পরিবারের পুত্রবধূ হবেন দ্রিশা আচার্য। বিয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটাতে ছেলের বিয়েতে সানি দেওলকে জমিয়ে নাচতে দেখা গেল। রোকা অনুষ্ঠানে সানি দেওলকে কালো শার্ট, প্যান্ট ও বুট জুতো পড়ে নাচতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন এক বর্ষীয়ান অতিথিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। তবে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন সানির বউমা দ্রিশা আচার্য। কিছু দিনের মধ্যেই রিলিজ হবে সানি দেওলের gadar 2 movie। শোনা যাচ্ছে, এই ছবিতে একটি কেমিও চরিত্রে দেখা যেতে পারে সানি পুত্র করণকে। অবশ্য এর আগে করণ ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন। তার আগে বাবা-কাকা-দাদুর ছবি ‘যমলা পাগলা দিবানা ২’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করে বলিউড যাত্রা শুরু করেন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে তাঁর আর একটি ছবি ‘আপনে ২’। এর ছবিতে করণ দেওলের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, ববি দেওল ও দাদু ধর্মেন্দ্র।
No comments:
please do not enter any spam link in the comment box