পরিবারে মৃত্যু, কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন Alia Bhat

কাছের মানুষের মৃত্যুশোকে ভেঙে পড়লেন আলিয়া ভাট। দাদুর মৃত্যুর খবর নিজেই সোশ্যাল সাইটে জানালেন রণবীর ঘরণী Alia Bhat। মা সোনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদান এদিন প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় শেষ রক্ষা করা গেল না। দাদু নরেন্দ্র নাথ রাজদান ছিলেন আলিয়ার অত্যন্ত কাছের মানুষ। তাঁকে হারিয়ে শোক পেয়েছেন অভিনেত্রী। সোশ্যাল সাইটে একটি আবেগঘন পোস্ট করেছেন। আইফা পুরস্কারে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকেই দাদুর অসুস্থতার খবর পেয়ে ফিরে আসেন। আইফাতে ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন Alia Bhat

আলিয়ার আবেগঘন বক্তব্য

দাদুর মৃত্যুর খবর জানানোর পাশাপাশি তাঁর ৯২তম জন্মদিনের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন আলিয়া। জানিয়েছেন, মেয়ে রাহা ছিল দাদুর প্রিয় বন্ধু। দুজনে খুব খেলা করত। এই বয়সে এসেও দাদু নিজের কাজ সব নিজেই করতেন। কারও সাহায্য লাগত না। আলিয়া লিখেছেন, ‘আমার দাদু, আমার হিরো। ৯৩ বছর বয়স পর্যন্ত গ্লফ খেলেছেন। কাজ করেছেন। নানা ধরণের অমলেট বানাতে পারতেন। আমাকে কত ধরণের গল্প শোনাতেন, আবার ভায়লিন বাজিয়েও শোনাতেন। আমার মেয়ে রাহার বেস্ট ফ্রেন্ড ছিলেন। দুজনে একসঙ্গে খেলা করতেন। দাদু ক্রিকেট খুব ভালোবাসতেন। সব খবরাখবর রাখতেন। সবথেকে বড় ব্যাপার হল, পরিবারকে খুব ভালোবাসতেন। জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারকে ভালোবেসেছেন। আমার মন আজ বিষাদে ভরপুর। আবার আনন্দে আছি। কারণ দাদু সেটা করেছিলেন। দাদু আমাদের আনন্দে থাকতে বলতেন। আমি আশীর্বাদধন্য যে ওনার সান্নিধ্যে বড় হতে পেরেছি। আমি কৃতজ্ঞ’।

যে ভিডিও আলিয়া শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, জন্মদিনে কেক কাটছেন নরেন্দ্রনাথ রাজদান। তাঁকে ফুঁ দিয়ে মোমবাতি নেভাতে সাহায্য করছেন রণবীর। তারপর দাদুর বার্তা, সব সময় হাসতে থাকো। আলিয়ার পোস্টে অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের সমবেদনা উপছে পড়েছে। করণ জোহর লিখেছেন, তোকে অনেক আলিঙ্গন পাঠালাম। মাসাবা গুপ্তা লিখেছেন, অনেক ভালোবাসা নিও আলিয়া। আর ভক্তরা আলিয়ার দাদুর আত্মার শান্তি কামনা করেছে। দিন কয়েক আগেই আইফা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবু ধাবি উড়ে যাওয়ার কথা ছিল আলিয়ার। কিন্তু তিনি বিমানবন্দর থেকে ফিরে আসেন। খারাপ সময়ে পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন তিনি। পরে পুরস্কারের জন্য আইফা কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জানিয়েছেন আলিয়া ভাট।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.