আশি বা নব্বইয়ের দশকে যাঁদের ছেলেবেলা কেটেছে, তাঁরা doordarshan-এর পর্দায় mahabharat দেখেননি, এটা হতেই পারে না। আর এই ধারাবাহিকের শকুনি মামার কথা আপনাদের মনে পড়ে। চতুর চাহনি, অদ্ভূত সংলাপ বলার ধরণ। ছোটখাটো শকুনি মামা ছিলেন শয়তানের প্রতিভূ। কথায় কথায় ‘ভাঁজে’ বলতেন। সেটা বলার ধরণ বিরাট জনপ্রিয় হয়েছিল। অভিনয়ে এতটাই প্রাণ ঢালতে পেরেছিলেন অভিনেতা গুফি পেন্টাল। এখন তিনি গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। তবে তাঁর বাড়ির পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। খবরটি প্রথম ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী টিনা ঘাই। তিনি লিখেছেন, গুফি পেন্টাল সংকটে আছেন। সবাই তাঁর জন্য পার্থনা করুন। Mahabharat-এর শকুনি মামার অসুস্থতার খবরে নস্টালজিক ৯০-এর দশকের ছেলেমেয়েরা।
তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন টিভিতে Mahabharat ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে কাজ করে। অভিনয়ের পাশাপাশি এই ধারাবাহিকে তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। একই সঙ্গে চিত্রনাট্য রচনায় সাহায্য করেন। মহাভারতের পাশাপাশি দূরদর্শনে কানুন, ওম নম শিবায়, আকবর বীরবল ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। নিজে একটি ছবিও পরিচালনা করেন ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। ছবিটি প্রযোজনা করেছিলেন পবন কুমার। আর সঙ্গীত পরিচালক ছিলেন রবীন্দ্র জৈন।
শকুনি মামার কাহিনী
জানা গিয়েছে, বুধবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন ‘শকুনি মামা’র অনুগামীরা। ১৯৪৪ সালের ৪ অক্টোবর পাঞ্জাবের তরণ তারণে জন্ম গ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর অভিনয়ের দিকে ঝোঁক বাড়ে। ১৯৬৯ সালে তিনি ভাই পেন্টালের সঙ্গে মুম্বাই চলে আসেন। তার আগে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে অভিনয়ের শিক্ষা নিয়েছিলেন। প্রথম দিকে সিনেমাতে ছোট রোল এবং সহ-পরিচালক হিসেবে কাজ করতেন। প্রথম অভিনয় ১৯৭৪ সালে ‘রফু চক্কর’। এরপর দেশ-পরদেশ, সুহাগ, দিললাগি ইত্যাদি সিনেমাতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেন। তাঁর ভাই পেন্টাল ছিলেন জনপ্রিয় কমেডি অভিনেতা।তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন টিভিতে Mahabharat ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে কাজ করে। অভিনয়ের পাশাপাশি এই ধারাবাহিকে তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। একই সঙ্গে চিত্রনাট্য রচনায় সাহায্য করেন। মহাভারতের পাশাপাশি দূরদর্শনে কানুন, ওম নম শিবায়, আকবর বীরবল ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। নিজে একটি ছবিও পরিচালনা করেন ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। ছবিটি প্রযোজনা করেছিলেন পবন কুমার। আর সঙ্গীত পরিচালক ছিলেন রবীন্দ্র জৈন।
No comments:
please do not enter any spam link in the comment box