ওড়িশার ভয়াবহ ট্রেন দুরঘটনা যাত্রী সাধারণের মনে রীতিমতো ভয়ের সৃষ্টি করেছে। ট্রেন দুর্ঘটনায় একসঙ্গে এত মৃত্যু সাম্প্রতিক ইতিহাসে সত্যি বিরল ঘটনা। একই সঙ্গে তিনটি ট্রেনের একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ার নজির ইতিহাসে বিরল। গত শুক্রবার ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা বাজারের কাছে ঘটে ভয়াবহ ঘটনা। এখনও পর্যন্ত ২৮৭ জনের মৃত্যু হয়েছে। আহত হাজারের কাছাকাছি। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় ডাউন করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। অভিঘাত এত জোরে ছিল যে করমণ্ডলের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা ? ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিবিআইয়ের উপর দায়িত্ব পড়েছে তদন্তের। তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে Coromandel Accident-এর একটি ভয়াবহ ভিডিও প্রকাশ্যে এসেছে। social media ইতিমধ্যেই viral সেই video।
ভিডিওটি দুর্ঘটনার আগে ট্রেনের ভিতরে তোলা। কেউ একজন মোবাইল ক্যামেরায় ট্রেনের ভিতরের ছবি তুলছিলেন। তখনই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের কোন এসি কামরা। একজন সুইপার পরিষ্কার করছেন। আলো আঁধারি পরিবেশ। যাত্রীরা কেউ শুয়ে আছেন ঢাকা নিয়ে, কেউ বসে আছেন। সাধারণ এসি কামরার ভিতরে যা হয়। হঠাৎ বিরাট ঝাঁকুনি। সঙ্গে সঙ্গে সবকিছু নড়ে ওঠে। মোবাইল সম্ভবত হাত থেকে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রীদের আর্তনাদ আর চিৎকার শোনা যায়। ২২ সেকেন্ডের সেই ভয়াবহ ভিডিওটি দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন কমলেশ কুমার ওঝা নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। দাবি করেছেন ভিডিওটি করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের। তবে সেই দাবি সত্যি কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি এখন সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল।
ভিডিওটি দুর্ঘটনার আগে ট্রেনের ভিতরে তোলা। কেউ একজন মোবাইল ক্যামেরায় ট্রেনের ভিতরের ছবি তুলছিলেন। তখনই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের কোন এসি কামরা। একজন সুইপার পরিষ্কার করছেন। আলো আঁধারি পরিবেশ। যাত্রীরা কেউ শুয়ে আছেন ঢাকা নিয়ে, কেউ বসে আছেন। সাধারণ এসি কামরার ভিতরে যা হয়। হঠাৎ বিরাট ঝাঁকুনি। সঙ্গে সঙ্গে সবকিছু নড়ে ওঠে। মোবাইল সম্ভবত হাত থেকে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রীদের আর্তনাদ আর চিৎকার শোনা যায়। ২২ সেকেন্ডের সেই ভয়াবহ ভিডিওটি দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন কমলেশ কুমার ওঝা নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। দাবি করেছেন ভিডিওটি করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের। তবে সেই দাবি সত্যি কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি এখন সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল।
#Coromandel Express Accident Exclusive Visuals#balaosore #TrainAccidentInOdisha pic.twitter.com/ZTzUAMCJm1
— Kamlesh Kumar Ojha🇮🇳 (@Kamlesh_ojha1) June 7, 2023
No comments:
please do not enter any spam link in the comment box