আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চেনেন ? চমকে যাবেন তাঁর education সম্পর্কে জেনে

আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চেনেন ? চমকে যাবেন তাঁর education সম্পর্কে জেনে
বর্তমানে বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গঙ্গা ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন আরব সাগরের পাড় পর্যন্ত। ওয়েব সিরিজের মাধ্যমে পা রেখেছেন বলিউডে। খুব তাড়াতাড়ি হয়তো সিনেমাতেও দেখা যাবে। সুদর্শন চেহারা ও ভাল অভিনয়ের জোরে তিনি বাঙ্গালির মন জয় করে নিয়েছেন। বিশেষ করে মহিলা মহলে তিনি খুব সমাদৃত। তবে একটি ব্যাপারে মহিলে ভক্তদের মন ভেঙে দিয়েছেন আবির। তিনি বিবাহিত। সিনেমা জগতে পা রাখার আগেই বিয়ে করে নিয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিকা নন্দিনীকে। তাঁদের একটি মেয়ে আছে। নাম ময়ূরাক্ষী। নন্দিনী চট্টোপাধ্যায় বিনোদন জগতের কেউ নন। তিনি অত্যন্ত সাধারণ গৃহবধূ। ঘরের বউ হলেও নন্দিনী চট্টোপাধ্যায়ের education মোটেই হেলাফেলা করার মতো নন।
আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চেনেন ? চমকে যাবেন তাঁর education সম্পর্কে জেনে

একসঙ্গে পড়তে গিয়ে প্রেম

স্বামী বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও খুব সাদা মেটা জীবন যাপন করেন নন্দিনী চট্টোপাধ্যায়। নিজেকে ক্যামেরার সামনে থেকে আড়ালে রাখেন। খুব কম ক্যামেরার সামনে আসেন তিনি। কোনও অহংকার নেই তাঁর মধ্যে। ক্যামেরা তো দূর, পারত পক্ষে কোনও ফিল্মি পার্টিতে দেখা যায় নন্দিনীকে। তিনি নিজেকে আড়ালে রাখতেই পচ্ছন্দ করেন। সোশ্যাল সাইটে আবির চট্টোপাধ্যায়ের দেওয়া ছবি থেকেই যতদূর জানা যায় নন্দিনী চট্টোপাধ্যায়কে। তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু।
আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চেনেন ? চমকে যাবেন তাঁর education সম্পর্কে জেনে

আবিরের স্ত্রী নন্দিনী পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। বরাবর স্কুল -কলেজে ভালো রেজাল্ট করেছেন তিনি। সিনেমায় আসার আগে MBA পড়েছিলেন আবির চট্টোপাধ্যায়। একসঙ্গে এমবিএ পড়েছিলেন নন্দিনী ও আবির। সেখানের আলাপ। তারপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। তারপর বিয়ে। আবির আর নন্দিনী একসঙ্গে বিবাহিত জীবনের ১৬ বছর কাটিয়ে ফেলেছেন। তাঁদের কোল আলো করে এসেছে মেয়ে ময়ূরাক্ষী। টলিউডের সবথেকে সুখী দম্পতি ধরা হয় তাঁদের। আবির এত বছর সিনেমা জগতে থাকা সত্ত্বেও তাঁর নামে কোনও কেচ্ছা শোনা যায় না। অন্যদের মতো সম্পর্ক ভাঙ্গাগড়ায় তাঁরা বিশ্বাসী নয়। বরং সম্পর্কের সম্মান রেখে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী।
আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চেনেন ? চমকে যাবেন তাঁর education সম্পর্কে জেনে

বিভিন্ন সময় সোশ্যাল সাইটে আবিরের স্ত্রীকে নিয়ে নানা ধরণের কটাক্ষ শোনা যায়। ‘বেঁটে’, ‘মোটা’, ‘মানায় না’ ইত্যাদি নানা শব্দে আক্রমণ করা হয়। এব্যাপারে আবির চট্টোপাধ্যায় বলেন, ‘আমার আর নন্দিনীর সম্পর্ক নিয়ে হামেশাই খারাপ মন্তব্য আসে। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ব্যক্তিগত পোস্টের নীচে জঘন্য মন্তব্য করা হয়। আমি এসবের উত্তর দিই না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমি এদের সুস্থতা কামনা করি’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.