কেন মাধুরী দীক্ষিতকে বয়কট করেছিলেন Amitabh Bachchan ? এতদিনে চাঞ্চল্যকর সিক্রেট ফাঁস হল

হিন্দি সিনেমার ইতিহাসে দুই উজ্জ্বল নক্ষত্র অমিতাভ বচ্চনমাধুরী দীক্ষিত। দু’জন তাঁদের নিজের জায়গায় পাকাপোক্ত আসনে বসে আছেন। মাধুরী যখন সিনেমা দুনিয়ায় পা রাখেন, তখন Amitabh Bachchan বিরাট স্টার। নবাগতা নায়িকারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ খুঁজতেন। যে নায়িকা চান্স পেতেন, তাঁর ভাগ্য পরিবর্তন হয়ে যেত। এতটাই প্রভাবশালী ছিলেন বিগ বি। মাধুরী নিজের কেরিয়ার দাঁড় করাতে বিনোদ খান্না থেকে অনিল কাপুর। সবার সঙ্গে কাজ করেছেন। বাদ ছিলেন শুধু অমিতাভ বচ্চন। মাধুরী দীক্ষিতও স্বপ্ন দেখতেন অমিতাভের নায়িকা হওয়ার। কিন্তু কোনওদিন সেই স্বপ্ন পূর্ণ হয়নি। কেন হয়নি ? কেন দুই স্টার একসঙ্গে কাজ করেননি ? জানব এই প্রতিবেদনে।

মাধুরীকে বয়কট করেছিলেন অমিতাভ

স্টার হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃতভাবেই অমিতাভকে এড়িয়ে চলতেন মাধুরী। তার কারণ ছিলেন অনিল কাপুর। অনিল-মাধুরীর জুটি তখন বিরাট হিট। পরপর ছবি সফল হয়েছে। কাজের পাশাপাশি দুজনের সম্পর্ক ছিল খুবই ভালো। অনিল কাপুরও অনেকটা পজেসিভ ছিলেন মাধুরীকে নিয়ে। তিনি ছাড়া অন্য কোনও নায়কের সঙ্গে মাধুরী কাজ করুন, চাইতেন না অনিল। আর তাছাড়া ৮০ দশকের শেষের দিকে অমিতাভ ও অনিল কাপুরের মধ্যে বক্স অফিসে বিরাট টক্কর ছিল। সেই রেষারেষি থেকেও অনিল কাপুর চাইতেন না মাধুরী আর অমিতাভ জুটি হোক।

সেই সময় অমিতাভের সঙ্গে বেশ ক’টি ছবির অফার মাধুরী দীক্ষিতের কাছে এসেছিল। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছিলেন অনিল কাপুরের পরামর্শে। ফলে হিন্দি সিনেমার দর্শক ভালো জুটি থেকে বঞ্চিত হয়। তবে ১৯৮৮ সালে টিনু আনন্দের একটি ছবিতে দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ এসেছিল। টিনু আনন্দের অনুরোধে ছবিটি সাইন করেন মাধুরী দীক্ষিত। শুরু হয় শ্যুটিং। তবে কিছুদিনের মধ্যেই মাধুরী দীক্ষিতের মনে হয়, তাঁর চরিত্রটি অমিতাভের তুলনায় খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তাই contact ভেঙেই সিনেমা ছেড়ে বেরিয়ে যান তিনি।

মাধুরীর এই আচরণে খুব বিরক্ত হন অমিতাভ। তিনি টিনু আনন্দের কাছ থেকে ছবিটি কিনে নিয়ে শ্যুটিং সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে সেই সিনেমা আর দিনের আলো দেখেনি। এরপর মাধুরীকে বয়কট করেন বিগবি। আর দুজনে কোনও সিনেমা করেননি। দীর্ঘ ১০ বছর পর ১৯৯৮ সালে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমায় প্যায়ার কা রস চাখনা গানে একসঙ্গে কাজ করেন অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। সঙ্গে ছিলেন গোবিন্দা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.