ভারতীয় সিনেমার অন্যতম বড় সুপারস্টার shah rukh khan। জীবনের অনেক ওঠাপড়া দেখেছেন তিনি। বারবার সিনেমা ফ্লপ করেছে। আবার ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনিই বলিউডের কিংখান। চলতি বছরের প্রথমে শাহরুখের pathaan হাজার কোটি টাকার ব্যবসা করেছে। তার আগে অবশ্য পরপর ফ্লপের মুখ দেখতে হয়েছিল। কিন্তু ‘পাঠান’ দিয়ে শাহরুখ খান দেখিয়ে দিয়েছেন ৫৭ বছর বয়সেও অপ্রতিরোধ্য তিনি। হিন্দিতে প্রথম হাজার কোটি টাকার ব্যবসা তাঁর সিনেমা করছে। যা এক কথায় রেকর্ড। কিছুদিনের মধ্যেই আর এক অ্যাকশন সিনেমা মুক্তি পাবে। ‘জওয়ান’। পাঠান-এর মতো জওয়ান-এও ধুমাধার অ্যাকশন করেছেন তিনি। দর্শক উন্মুখ হয়ে আছে, সিনেমাটি দেখার জন্য। শুধু সিনেমা দিয়ে নয়, শাহরুখের ব্যক্তিগত জীবন চর্চাও ভক্তদের মন জয় করেছে। তিনি নিজে মুসলিম, স্ত্রী গৌরী হিন্দু। তাই বলে স্ত্রীর উপর জোর করে কোনও ধর্ম পালন চাপিয়ে দেননি তিনি। ছেলেমেয়েদের নামের মধ্যেও কোনও নির্দিষ্ট ধর্মের ছাপ নেই। মিলিয়ে মিশিয়ে আছে। ছেলেমেয়েকে তিনি কোন ধর্ম পালন শিখিয়েছেন ? তার খুব সুন্দর উত্তর দিয়েছেন শাহরুখ খান।
দীপাবলি বা গণেশ পুজোর মতো উৎসব বাড়িতে পালন করেন শাহরুখ খান। দীপাবলির সময় আলোর রোশনাইয়ে সেজে ওঠে তাঁর ‘জন্নত’। গণেশ পুজোতে বাড়িতে মূর্তি নিয়ে এসে সবাইকে নিয়ে পুজোতে বসেন। আবার ঈদেও ভক্তদের শুভেচ্ছা জানান। এই নিয়ে কিছু নীতি পুলিশ সোশ্যাল সাইটে কম কটাক্ষ করেনি। কিন্তু তাতে বলিউডের বাদশা শাহরুখ খানকে কেউ আটকাতে পারেনি।
কোন ধর্ম মেনে চলেন ছেলেমেয়ে ?
একবার একটি ডান্স রিয়ালিটি শোতে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ। তিনি একটি ঘটনার উল্লেখ করে তাঁর বাড়িতে কোন ধর্ম পালন হয়, তার ব্যাখ্যা করেছিলেন। কিংখান জানান, একবার তাঁর মেয়ে স্কুলের ফরমে ধর্ম উল্লেখ করার কলামে আটকে যান। তিনি তখন বাবাকে প্রশ্ন করেন, কী লিখবেন ? উত্তরে শাহরুখ খান জানান, ‘ভারতীয় লেখো। আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয়। হিন্দু নয়, মুসলিম নয়। শুধুমাত্র ভারতীয়’। এরপর ওই রিয়ালিটি শোতে শাহরুখ বলেন, ‘আমার স্ত্রী গৌরী হিন্দু, আমি মুসলিম। আর আমাদের ছেলেমেয়ে হিন্দুস্তানী। এটাই ওদের ধর্ম। ওদের পরিচয়’। শাহরুখ নিজে মুসলিম হলেও সব ধর্মকে সম্মান করেন।দীপাবলি বা গণেশ পুজোর মতো উৎসব বাড়িতে পালন করেন শাহরুখ খান। দীপাবলির সময় আলোর রোশনাইয়ে সেজে ওঠে তাঁর ‘জন্নত’। গণেশ পুজোতে বাড়িতে মূর্তি নিয়ে এসে সবাইকে নিয়ে পুজোতে বসেন। আবার ঈদেও ভক্তদের শুভেচ্ছা জানান। এই নিয়ে কিছু নীতি পুলিশ সোশ্যাল সাইটে কম কটাক্ষ করেনি। কিন্তু তাতে বলিউডের বাদশা শাহরুখ খানকে কেউ আটকাতে পারেনি।
No comments:
please do not enter any spam link in the comment box