কত সম্পত্তির মালিক ধোনির স্ত্রী sakshi dhoni ? জানলে অবাক হয়ে যাবেন

সম্প্রতি শেষ হয়েছে ২০২৩ সালের IPL। এবারের টুর্নামেন্টের সবথেকে বড় আকর্ষণ ছিলেন M S Dhoni। এটাই হয়তো তাঁর জীবনের শেষ টুর্নামেন্ট। আর তাঁকে ক্রিকেট ম্যাচের ফিল্ডে দেখা যাবে না। ধোনি চেন্নাই দলের ক্যাপ্টেন। তাঁর সমর্থনে মাঠে মানুষ আবেগপ্রবণ হয়েছে। একটা যুগের সমাপ্তি ঘটে গেল। চেন্নাইয়ের সঙ্গে যেকোনও দলের খেলা থাকলেও মাঠে সিংহ ভাগ হলুদ জার্সির প্রভাব ছিল। এমনকি ইডেনে কলকাতা নাইট রাইডারসের খেলা থাকলেও দর্শক চেন্নাইকে সমর্থন করেছে। তার একমাত্র কারণ ধোনি। টুর্নামেন্টের শেষে ভক্তদের ইচ্ছা পূর্ণ হয়েছে। এবারের আইপিএল জিতেছে চেন্নাই। নিজের দলের জয়ের মাধ্যমে ক্রিকেট জীবন শেষ করলেন ধোনি। তবে এই ক্রিকেটারের সম্পত্তি অন্য সবার থেকে অনেক বেশি। রাঁচিতে সবথেকে বেশি করদাতা ধোনি। তবে কম যান না ধোনির স্ত্রী sakshi dhoni

বিভিন্ন রিপোর্ট বলছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মোট সম্পত্তি আছে প্রায় ১২০০ কোটি টাকার। আর স্ত্রীর নামে আছে ৪১ কোটি টাকার সম্পত্তি। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মহেন্দ্র সিং ধোনি কীভাবে এত রোজগার করলেন ? ধোনির আয় সম্পর্কে জানলে অবাক হবেন। শেষ ১৬টা মরশুম থেকে ধোনি আয় করেছেন ১৬২ কোটি টাকা। চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে ১২ কোটি বেতন নিতেন তিনি। বর্তমানে সাক্ষী আর ধোনি রাঁচিতে যে ফার্ম হাউসে থাকেন, তার মূল্য প্রায় ১০ কোটি। এছাড়াও দেরাদুনে আরও একটি বড় বাড়ি বানিয়েছেন ধোনি। যার মূল্য ১৭ কোটি টাকা।

প্রাক্তন অধিনায়কের আর একটি বড় সখ আছে। গাড়ি আর বাইকের কালেকশন করা। নিজের বাড়ির গ্যারেজে দেশ-বিদেশের সবথেকে দামী বাইকের জোগাড় রেখেছেন তিনি। সে সবের মূল্য ধরলে কয়েক কোটি হয়ে যাবে। সবথেকে দামী বাইক কেনার সখ ধোনির অনেক দিনের। বাইক ছাড়াও বিভিন্ন স্পোর্টস ও ভিন্টেজ গাড়ির কালেকশন আছে তাঁর। এইসবের পাশাপাশি ধোনি ও তাঁর স্ত্রী বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন। যেমন, অরগানিক ফার্ম, জিম, ড্রোন প্রস্তুতকারক কোম্পানি সহ বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করে রেখেছেন। সেখান থেকে মাস গেলে ৪ কোটি টাকার বেশি আয় হয় তাঁদের। তাই ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেলেও আয়ের উৎস খতম হবে না। নয়া।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.