কার সঙ্গে গোয়ায় রাত কাটিয়ে এলেন অমিতাভ বচ্চনের নাতনি Navya Nanda ?

হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনের নাতনি বলে কথা। ছবি শিকারীদের নজরে তিনি সব সময় থাকেন। শুধু কী ছবি ? কোথায় যাচ্ছেন ? কার সঙ্গে যাচ্ছেন ? এই নিয়েও চর্চা বিস্তর। শোনা যাচ্ছে, প্রেম করছেন অমিতাভ নাতনি Navya Nanda। নব্যার প্রেম নব নয়। বেশ কয়েক বছর ধরেই চলছে। এখন হাজার টাকার প্রশ্ন হল, প্রেমিক কে ? তিনিও সিনেমা জগতের মানুষ। নাম সিদ্ধান্ত চতুর্বেদী। নামটা খুব জনপ্রিয় না হলেও সিনেমা পাড়ার যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা জানেন সিদ্ধান্তকে। বলিউডের ভাষায় আউট সাইডার। কোন বড় অভিনেতা বা পরিচালকের ছেলে নন। গাল্লি বয়, ফোন ভূত, গেঁহরাইয়া-এর মতো কিছু ছবিতে তিনি কাজ করেছেন। এখন তাঁর সঙ্গেই মাখো মাখো প্রেম নব্যা নাভেলি নন্দার। অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে।

প্রেম বেশ কিছু দিন ধরেই চলছে। গত বছর তাদের নানা জায়গায় দেখা যেত। কখনও পার্টিতে, কখনও কফি শপে। খুব যে লুকোছাপা চলে তাও নয়। তবে মুখে প্রকাশ্যে কিছু স্বীকার করেন না। নব্যাকে অনেকবার সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চেয়েছেন সাংবাদিকরা। প্রতিবার হেসেছেন। কোনও রিপ্লাই দেননি। এবার দুজনে একসঙ্গে দেখা গেল। গোয়া থেকে একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন। গোয়া বিমানবন্দরের বাইরে দুজনে একসঙ্গে দেখা গিয়েছে। উঠেছে প্রচুর ছবি। কোনও লুকোছাপা নেই। বরং খুলাম খুল্লা প্রেমে বিশ্বাসী বচ্চন নাতনি ও সিদ্ধান্ত। দুজনের পড়নে ছিল সাদা জামা। আর কালো প্যান্ট। বেশ ম্যাচিং করেই পরেছেন। কোনও গোপনীয়তা নেই। বিমানবন্দর থেকে আলাদা বেরনোর চেষ্টা করেননি। বরং যে বা যারা ছবি তুলতে চেয়েছে, হাসিমুখে পোজ দিয়েছেন নব্যা ও সিদ্ধান্ত।

২০১৭ সালে টেলিভিশন ধারাবাহিক ‘লাইফ সেহি হ্যায়’ দিয়ে অভিনয়ে পা রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী। ১৯৯৩ সালের ২৯ এপ্রিল উত্তরপ্রদেশের বালিয়ায় জন্মান সিদ্ধান্ত। পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে মুম্বাইয়ে পা রাখেন। স্কুলকলেজে নাটক থেকেই অভিনয়ের ইচ্ছা জন্মায়। সিরিয়াল দিয়ে শুরু হলেও ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’ তাঁকে পরিচিত দেয়। প্রথম সিনেমা ‘গাল্লিবয়’। রণবীর কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছিলেন। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের মতো তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন সিদ্ধান্ত। অন্যদিকে, অমিতাভের নাতনি ব্যস্ত পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নব্যা’ নিয়ে। সেখানে তারকাদের ইন্টারভিউ নেন তিনি। এইসব ব্যস্ততার মাঝে প্রেম সমানতালে চলছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.