ফের বিধবংসী ‘তারা সিং’ সানি দেওল, এবার কোন উদ্দেশ্যে পাকিস্তানে ? দেখুন ‘গদর-২’ (Gadar 2: The Katha Continues) ট্রিজার
22 বছর পর ফের চেনা মেজাজে সানি দেওল ওরফে তারা সিং। ফিরছেন তিনি ‘গদর’ নিয়ে। ফের সেই বিধ্বংসী মেজাজে দেখা গেল তাঁকে। সদ্য জি সিনেমার পক্ষ থেকে ছবিটির ট্রিজার মানে এক ঝলক মুক্তি দেওয়া হয়েছে। আর তাতেই যেন কাঁপিয়ে দিয়েছেন সানি দেওল। ফের একবার পাকিস্তানে তিনি। হ্যান্ড পাম্পের বদলে এবার হাতে চাকা তুলে নিয়ে শত্রু বিনাশ করছেন। চোখে-মুখের অভিব্যক্তির মধ্যে সেই চেনা ছন্দ। বোঝায় যাচ্ছে, আগের থেকে আরও বেশি অ্যাকশন দেখা যাবে এই ছবিতে। শুধুমাত্র এক ঝলকেই হইচই। এখান দেখার ট্রেলার কেমন হয়।
২০০১ সালের ‘গদর-এক প্রেম কথা’র প্রেক্ষাপট ছিল স্বাধীনতার পরবর্তী দাঙ্গা। আর তাতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাকিনা অর্থাৎ আমিশা প্যাটেল। তারা সিংকে বিয়ে করে তিনি ভারতে থাকতে শুরু করেন। পরে তাঁকে পাকিস্তান নিয়ে চলে যান বাবা অমরেশ পুরী। স্ত্রী সাকিনাকে ফিরিয়ে আনতে পাকিস্তান যায় তারা সিং। তারপর কী হয়, সেটাই ছিল ছবির বিষয়। এবারের প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ। ছেলে জিতেকে আনতে ফের একবার পাকিস্তান যান তারা সিং। তারপর কী হয় সেটাই গদর -২ (Gadar 2: The Katha Continues) তে দেখানো হয়েছে।
১৫ জুন, ২০০১ সালে রিলিজ হয় গদর (Gadar)। ১৮ কোটির বাজেটের সিনেমা ব্যবসা করেছিল ১৩৩ কোটি। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম হিট সিনেমা হিসেবে গণ্য করা হয় সানি দেওলের এই ছবি। প্রায় ৫ কোটি মানুষ ছবিটি হলে দেখেছিলেন। যা হাম আপকে হ্যায় কৌন-এর পর সবথেকে বড় রেকর্ড। নতুন সিনেমায় সানি দেওলের পাশাপাশি সাকিনার চরিত্রে আমিশা প্যাটেল অভিনয় করেছেন। আর ছেলে জিতের চরিত্রে পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। প্রসঙ্গত, প্রথমে গদরে সানির ছেলে জিতে ছিলেন এই উৎকর্ষ। তখন ছিলেন শিশুশিল্পী। এখন ম্যাচো ম্যান। আবারও সানির ছেলে তিনি। গত সপ্তাহেই 4K Sound ব্যবহার করে মুক্তি দেওয়া হয়েছে গদর। আর ১১ আগস্ট মুক্তি পাবে গদর -২। দেখুন ট্রিজার।
২০০১ সালের ‘গদর-এক প্রেম কথা’র প্রেক্ষাপট ছিল স্বাধীনতার পরবর্তী দাঙ্গা। আর তাতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাকিনা অর্থাৎ আমিশা প্যাটেল। তারা সিংকে বিয়ে করে তিনি ভারতে থাকতে শুরু করেন। পরে তাঁকে পাকিস্তান নিয়ে চলে যান বাবা অমরেশ পুরী। স্ত্রী সাকিনাকে ফিরিয়ে আনতে পাকিস্তান যায় তারা সিং। তারপর কী হয়, সেটাই ছিল ছবির বিষয়। এবারের প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ। ছেলে জিতেকে আনতে ফের একবার পাকিস্তান যান তারা সিং। তারপর কী হয় সেটাই গদর -২ (Gadar 2: The Katha Continues) তে দেখানো হয়েছে।
১৫ জুন, ২০০১ সালে রিলিজ হয় গদর (Gadar)। ১৮ কোটির বাজেটের সিনেমা ব্যবসা করেছিল ১৩৩ কোটি। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম হিট সিনেমা হিসেবে গণ্য করা হয় সানি দেওলের এই ছবি। প্রায় ৫ কোটি মানুষ ছবিটি হলে দেখেছিলেন। যা হাম আপকে হ্যায় কৌন-এর পর সবথেকে বড় রেকর্ড। নতুন সিনেমায় সানি দেওলের পাশাপাশি সাকিনার চরিত্রে আমিশা প্যাটেল অভিনয় করেছেন। আর ছেলে জিতের চরিত্রে পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। প্রসঙ্গত, প্রথমে গদরে সানির ছেলে জিতে ছিলেন এই উৎকর্ষ। তখন ছিলেন শিশুশিল্পী। এখন ম্যাচো ম্যান। আবারও সানির ছেলে তিনি। গত সপ্তাহেই 4K Sound ব্যবহার করে মুক্তি দেওয়া হয়েছে গদর। আর ১১ আগস্ট মুক্তি পাবে গদর -২। দেখুন ট্রিজার।
No comments:
please do not enter any spam link in the comment box