সিনেমা জগতে অভিনয় করতে গিয়ে সহ অভিনেতা বা অভিনেত্রীর প্রেমে পড়া কোন নতুন বিষয় নয়। একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে। সেই প্রেম ছাতনাতলা পর্যন্ত পৌঁছায় অনেকের। আবার মাঝপথে ভেঙেও যায়। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিত (jeet) এবং তাঁর একসময়ের নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) প্রেম পরিণতি পাওয়ার আগেই ভেস্তে যায়। তবে শোনা যায়, তাঁরা খুব সিরিয়াস ছিলেন। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বিয়ে করবেন। কিন্তু তা আর হয়নি। স্বস্তিকা ও জিতের জুটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। বেশ কিছু ছবিতে তাঁরা নায়ক-নায়িকা ছিলেন। আর এই একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সূত্রপাত। কিন্তু সেই প্রেমের মাঝে অন্য এক নায়িকার প্রবেশ ঘটেছিল বলে শোনা যায়। সেই তৃতীয় নারীর কারণেই প্রেম প্রণয় পর্যন্ত পৌঁছায়নি।
এরপর ‘সাথীহারা’, ‘ক্রান্তি’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘পিতৃভূমি’ ইত্যাদি ছবিতে পরপর জিতের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর এই কাজ করতে গিয়ে কবে মন দেওয়া নেওয়া হল, তা কেউ জানতে পারেননি। প্রেম ভালোই চলছিল। দুজনে বিয়ে করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন বলে ঠিক করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান প্রাক্তন স্বামী প্রমিত সেন। তিনি আদালতে মামলা করেন। দাবি করেন, প্রকাশ্যে শারীরিক লীলাখেলা চালাচ্ছেন স্বস্তিকা। এতে তাঁদের পারিবারিক সম্মান ক্ষতি হচ্ছে। অবশ্য তাতেও জিত-স্বস্তিকার প্রেম ভাঙেনি। তৃতীয় এক নারীর প্রবেশ সব লণ্ডভণ্ড করে দিল। তিনি কোয়েল মল্লিক। ২০০৪ থেকে কোয়েলের সঙ্গে জুটি বাঁধেন। বন্ধন, মানিক, যুদ্ধ, ঘাতক-এই রকম একাধিক ছবিতে পরপর অভিনয় করেন। আর তখনই শোনা যায় কোয়েলের সঙ্গে প্রেম করছেন জিত।
এই গুঞ্জন সহ্য করতে পারেননি স্বস্তিকা। তিনি সম্পর্ক ভেঙে বেড়িয়ে আসেন। আর কোনও দিন জিতের সঙ্গে জুটি বাঁধেননি। তবে জিতের স্নঙ্গে জোড়ি ভাঙার পর স্বস্তিকার বাণিজ্যিক ছবির কেরিয়ারে গ্রহণ লাগে। অন্যধারার বাংলা ছবিতে বেশি দেখা যেতে লাগল তাঁকে। অবশ্য স্বস্তিকার জীবনে প্রেমের অভাব হয়নি। জিতের পর পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ অনেকের সঙ্গে নাম জড়ায়। তবে আর তিনি বিয়ে করেননি। মেয়েকে জড়িয়ে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েও এখন প্রেম করছেন বলে খবর। মেয়ের প্রেম মেনে নিয়েছেন মা স্বস্তিকা।
অন্যদিকে, জিত ও কোয়েলের জুটিও ভেঙে যায়। জিত বিয়ে করেছেন মোহনা রতলানিকে। তাঁরও একটি মেয়ে আছে। কোয়েলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর স্বস্তিকা নিজেই জিতের জীবন থেকে সরে গিয়েছেন। আর একসঙ্গে সিনেমা করেননি। স্বস্তিকা এখন বাংলা ছাড়িয়ে হিন্দি সিনেমায় পৌঁছে গিয়েছেন। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় ইতিমধ্যেই অভিনয় করেছেন। এখন তাঁর জীবনে জিত অতীত।
কে সেই নারী ?
অভিনেত্রী হিসেবে স্বস্তিকার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। নায়িকা হিসেবে তেমন জায়গা করতে না পারলেও প্রেমের ব্যাপারে তিনি সবার থেকে এগিয়ে। মাত্র ১৮ বছর বয়সে তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন। এক বছরের মধ্যে মেয়ের জন্ম হয়। মেয়ের জন্মের পর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। শুরু করেন অভিনয়। প্রথম সিরিয়াল ছিল ‘দেবদাসী’। ইটিভি বাংলার জনপ্রিয় সিরিয়াল থেকে তিনি নিজেও জনপ্রিয়তা পান। প্রথম সিনেমা ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’। বাঈজির চরিত্র। অভিনয় দক্ষতার জোরে জায়গা করতে বেশি সময় লাগেনি। ‘হেমন্তের পাখি’ ছবি থেকে তিনি নজরে পড়েন। প্রথম বাণিজ্যিক ছবি ‘মস্তান’। রবি কিনাগির এই ছবিতে তিনি প্রথমবার জুটি বাঁধেন জিতের সঙ্গে।এরপর ‘সাথীহারা’, ‘ক্রান্তি’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘পিতৃভূমি’ ইত্যাদি ছবিতে পরপর জিতের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর এই কাজ করতে গিয়ে কবে মন দেওয়া নেওয়া হল, তা কেউ জানতে পারেননি। প্রেম ভালোই চলছিল। দুজনে বিয়ে করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন বলে ঠিক করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান প্রাক্তন স্বামী প্রমিত সেন। তিনি আদালতে মামলা করেন। দাবি করেন, প্রকাশ্যে শারীরিক লীলাখেলা চালাচ্ছেন স্বস্তিকা। এতে তাঁদের পারিবারিক সম্মান ক্ষতি হচ্ছে। অবশ্য তাতেও জিত-স্বস্তিকার প্রেম ভাঙেনি। তৃতীয় এক নারীর প্রবেশ সব লণ্ডভণ্ড করে দিল। তিনি কোয়েল মল্লিক। ২০০৪ থেকে কোয়েলের সঙ্গে জুটি বাঁধেন। বন্ধন, মানিক, যুদ্ধ, ঘাতক-এই রকম একাধিক ছবিতে পরপর অভিনয় করেন। আর তখনই শোনা যায় কোয়েলের সঙ্গে প্রেম করছেন জিত।
এই গুঞ্জন সহ্য করতে পারেননি স্বস্তিকা। তিনি সম্পর্ক ভেঙে বেড়িয়ে আসেন। আর কোনও দিন জিতের সঙ্গে জুটি বাঁধেননি। তবে জিতের স্নঙ্গে জোড়ি ভাঙার পর স্বস্তিকার বাণিজ্যিক ছবির কেরিয়ারে গ্রহণ লাগে। অন্যধারার বাংলা ছবিতে বেশি দেখা যেতে লাগল তাঁকে। অবশ্য স্বস্তিকার জীবনে প্রেমের অভাব হয়নি। জিতের পর পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ অনেকের সঙ্গে নাম জড়ায়। তবে আর তিনি বিয়ে করেননি। মেয়েকে জড়িয়ে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েও এখন প্রেম করছেন বলে খবর। মেয়ের প্রেম মেনে নিয়েছেন মা স্বস্তিকা।
অন্যদিকে, জিত ও কোয়েলের জুটিও ভেঙে যায়। জিত বিয়ে করেছেন মোহনা রতলানিকে। তাঁরও একটি মেয়ে আছে। কোয়েলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর স্বস্তিকা নিজেই জিতের জীবন থেকে সরে গিয়েছেন। আর একসঙ্গে সিনেমা করেননি। স্বস্তিকা এখন বাংলা ছাড়িয়ে হিন্দি সিনেমায় পৌঁছে গিয়েছেন। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় ইতিমধ্যেই অভিনয় করেছেন। এখন তাঁর জীবনে জিত অতীত।
No comments:
please do not enter any spam link in the comment box