ভর সন্ধ্যায় মন্ত্রীর বাড়িতে কী করছেন mithai সৌমিতৃষা

সিরিয়ালের শ্যুটিং শেষ হলেও mithai ওরফে সৌমিতৃষার ব্যস্ততা কমেনি। আর কিছুদিনের মধ্যেই প্রথম সিনেমার শ্যুটিং শুরু করবেন তিনি। তাও আবার দেবের বিপরীতে। তাই শাসক দলের ঘনিষ্ঠতা একটু বেশি বাড়াচ্ছেন তিনি। ভালো কাজ পেতে গেলে এটা দরকার। আর এই নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই লিখেছেন, দেবের পা চেটে ‘প্রধান’ ছবিতে কাজ পেয়েছেন সৌমিতৃষা। যদিও ট্রোলারদের জবাব দিয়েছেন তিনি। এরই মাঝে শনিবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে হাজির ‘মিঠাই’। ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করতেই ধেয়ে এসেছে নানা ধরণের কটাক্ষ। যদিও সে সব বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। অরূপ বিশ্বাসকে জড়িয়ে ধরে ফটো তুললেন। কিন্তু কেন মন্ত্রীর বাড়িতে সৌমিতৃষা ?

লোকনাথ স্মরণে

শনিবার ছিল বাবা লোকনাথের তিরোধান দিবস। সেই উপলক্ষে অরূপ বিশ্বাস তাঁর সুরুচি সংঘের মাঠে আয়োজন করেছিলেন লোকনাথ পুজোর। তাঁর আমন্ত্রণে ‘প্রধান’ ছবির প্রযোজক অতূন রায়চৌধুরী সহ সৌমিতৃষা পুজো দেখতে হাজির হন। এদিন গোলাপি রংয়ের কুর্তিতে ঝলমল করছিলেন সৌমিতৃষা। হাল্কা মেকআপ আর খোলা চুলে লোকনাথ স্মরণে গিয়েছিলেন। চলতি সপ্তাহেই ‘মিঠাই’ সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। প্রায় আড়াই বছর ধরে সৌমিতৃষার ঠিকানা ছিল ভারতলক্ষ্মী স্টুডিও। এবার ঠিকানা বদল হয়েছে। এখন প্রযোজক অতূন রায়চৌধুরীর অফিস তাঁর নতুন ঠিকানা।

দুদিন আগেই প্রযোজকের সঙ্গে মিটিংয়ের ছবি দিয়ে লিখেছিলেন, সেরাটা আসা এখনও বাকি। এখন তাঁর দম ফেলার ফুরসৎ নেই। খবর হল, আগস্ট থেকেই ‘প্রধান’ ছবির শ্যুটিং শুরু হবে। দেব বর্তমানে মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির শ্যুটিং করছেন। সেই কাজ শেষ হলেই ‘প্রধান’-এর শ্যুটিং শুরু হবে। এই ছবিতে দেবের পাশাপাশি দেখা যাবে ‘টনিক’ ছবির জুটি পরাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ পারিবারিক এই সিনেমাতে দেব ও সৌমিতৃষার জুটি কতটা নজর কাড়তে পারে সেটাই দেখার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.