বালাসোরের রেল দুর্ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে তু তু মে মে চলছে। চলছে পরস্পরের দোষারোপের পালা। কার আমলে রেল সুরক্ষা কত ভালো, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিজেপি পন্থী সিনেমা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে মোটেই ভালো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের শাসক দলের। ফের একবার Mamata Banerjee-এর বিরুদ্ধে সরব তিনি। বালাসোরের দুর্ঘটনা নিয়ে গুজরাতের গোধরা সবরমতি এক্সপ্রেসে আগুন ধরানোর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে তার জবাব দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গোধরা নিয়ে মমতার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন the Kashmir files ফিল্মের পরিচালক। কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? আর তার কী জবাব দিলেন বিবেক অগ্নিহোত্রী ?
কী বলেছেন মমতা ?
রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা (বিজেপির কেন্দ্রীয় সরকার) ইতিহাস বদলে দিতে পারে, তারা পরিসংখ্যান পাল্টে দিতে পারে। এই মুহূর্তে মানুষের পাশে না দাঁড়িয়ে আমাকে, নীতিশজি, লালুজিকে গালিগালাজ দিচ্ছে। গোধরায় ট্রেনে আগুন কীভাবে লাগল? কত লোক মারা গেল। বিজেপির উচিত ছিল ক্ষমা চাওয়া”। দুর্ঘটনায় পরিবর্তিত মৃত্যু সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “সকাল-সন্ধ্যা পরিসংখ্যান বদলে দেওয়া হচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়। আমি যখন ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন উনি (রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ) আমার সঙ্গে ছিলেন। যখন আমি অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলি, তখন কেন চুপ ছিলেন ? কেন মুখ খোলেননি ? ডাল মে কুছ কালা হ্যায়। আমি চাই সত্য বেরিয়ে আসুক”।FYI:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) June 4, 2023
Godhra is being raked up now to consolidate ‘ Khilafat Vote Bank’. This appeasement will become more intense as 2024 elections come closer. 2024 is going to be the most communal elctions ever fought. Read this FORECAST:https://t.co/CHqCYkBgRk https://t.co/o84VVtplEt
No comments:
please do not enter any spam link in the comment box