Bollywood তারকাদের বিয়ে নিয়ে সাধারণের মধ্যে উচ্ছাস থাকে সবথেকে বেশি। প্রতিটি বিয়ে জাঁকজমক পূর্ণ হয়। বলিউডি তারকারা বিয়ের দিক থেকে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। বিলাসিতা ও জমকে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এখন destination wedding-এর যুগ। তার জন্য কেউ বেছে নিচ্ছেন ইতালি, কেউ বা জয়পুরের রাজপ্রাসাদ। বেশ কয়েকদিন ধরে বিয়ে পর্ব চলে। খরচ হয় কোটি কোটি টাকা। তবে সব বিয়ে যে খুব সুখের হয়, তা বলা যায় না। দেখা যায় বছর ঘুরতে না ঘুরতেই মনোমালিন্য শুরু। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা। তারপর অনিবার্য ভাবে বিচ্ছেদ। এমন উদাহরণ অসংখ্য। এই উদাহরণের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন নাম। শোনা যাচ্ছে, বলিউডের এক সেলিব্রেটি couple এবার বিয়ে ভাঙার পথে। সেই খবরে তোলপাড় ইন্টারনেট দুনিয়া।
পাবলিসিটির জন্য নেহা এর আগে অনেক কিছু করেছেন। একবার রটেছিল আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। পরে জানা যায় সবটাই ভুয়ো। কিছুদিন আগে রটেছিল তিনি গর্ভবতী। পরে প্রকাশ পায় নতুন অ্যালবামের প্রচারের কৌশল ছিল সবটা। তাই বিয়ে ভাঙার গুঞ্জন কতটা সত্যি তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
কেন ভাঙছে সংসার ?
শোনা যাচ্ছে, গায়ক রোহনপ্রীত সিং এবং Neha Kakkar-র বিয়ে এবার ভাঙতে চলেছে। কিন্তু কী এমন হল ? বিয়ের মাত্র তিন বছরের মধ্যে ভাঙছে বিয়ে ? তিন বছর আগে মহা ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। এখন কেন এমন সিদ্ধান্ত ? সত্যি কি বিয়ে ভাঙছে ? ঘটনার সূত্রপাত ৬ জুন থেকে। ওইদিন নেহার জন্মদিন ছিল। স্ত্রীর জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি গায়ক রোহনপ্রীত। এর আগে অবশ্য এমনটা হয়নি। প্রতিবার স্ত্রীকে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জন্মদিনে রীতিমতো মাতামাতি করেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই কেন হল না ? বিষয়টি লক্ষ্য করে ভক্তদের মাঝে জল্পনা শুরু হয়ে যায়। তাহলে কী বিচ্ছেদ আসন্ন ?কী বলছেন নেহা ও রোহন ?
বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। কেউ বাইরে একটি কথাও বলেননি। পরিবারের তরফে নেহার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। বাবা-মা,দাদা-দিদি সকলে। শুধু বাড়ির জামাই রোহনকে দেখা যায়নি। নেহার পোস্টেও রোহনের দেখা মেলেনি। আবার রোহনও স্ত্রীকে নিয়ে কোনও পোস্ট করেননি। এরপরই সোশ্যাল মিডিয়াতে তাঁদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, কী এমন হল যে বিয়ে ভাঙার পর্যায়ে চলে এল। আবার কেউ কেউ এটাকে নেহার পাবলিসিটি স্টান্ট হিসেবেও দেখছেন। অনেকের মন্তব্য, জনপ্রিয়তা বাড়াতে এর আগে নেহা এমন নানা ধরণের কাণ্ড করেছেন। তাই না আঁচালে বিশ্বাস নেই।পাবলিসিটির জন্য নেহা এর আগে অনেক কিছু করেছেন। একবার রটেছিল আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। পরে জানা যায় সবটাই ভুয়ো। কিছুদিন আগে রটেছিল তিনি গর্ভবতী। পরে প্রকাশ পায় নতুন অ্যালবামের প্রচারের কৌশল ছিল সবটা। তাই বিয়ে ভাঙার গুঞ্জন কতটা সত্যি তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
No comments:
please do not enter any spam link in the comment box