শাহরুখের হাত ধরে career শুরু, তারপর কোথায় হারিয়ে গেলেন ‘স্বদেশ’ ছবির নায়িকা

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে Shah rukh khan কিংখান নামে পরিচিত। বলিউড জুড়ে তাঁর রাজত্ব। শাহরুখের সিনেমাতে নায়িকা হিসেবে কেরিয়ার শুরু মানে ভাগ্যের ব্যাপার। খুব কম অভিনেত্রী সেই সুযোগ পেয়েছেন। তবে দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মা। সবাই শাহরুখের হাত ধরে হিন্দি সিনেমাতে career শুরু। সবাই আজ রীতিমতো প্রতিষ্ঠিত নায়িকা। তেমনি সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী গায়ত্রী যোশী। মডেলিং থেকে অভিনয়ে পা রেখেছিলেন। আর প্রথম ছবিতেই শাহরুখ খানের মতো নায়কের নায়িকা। কিন্তু মাত্র একটি ছবিতেই তিনি নজর কাড়েন। ভালো অভিনয়, দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও গায়ত্রী সিনেমা জগত থেকে একপ্রকার হারিয়ে গেলেন। প্রথম ছবি চলেনি ঠিকই। কিন্তু সবার চোখে পড়েছিলেন গায়ত্রী। আজ নামকরা নায়িকা হওয়ার কথা ছিল। কিন্তু হারিয়ে গেলেন।

কোন ভুলে হারিয়ে গেলেন গায়ত্রী ?

২০০৪ সালে রিলিজ করে ‘স্বদেশ’ (swadesh)। পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই ছবিতে শাহরুখ খান একজন নাসার বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেন। যিনি বহুবছর বাদে দেশে ফিরে স্বদেশের অন্যরূপ দেখতে পান। একটি গ্রামে গিয়ে আসল ভারতবর্ষ দেখতে পান। এই সিনেমাতে একটি নতুন মুখ চেয়েছিলেন পরিচালক। সিনেমার জগতে পা রাখার আগে কলেজে মডেলিং করতেন গায়ত্রী। সেই সুবাদে, পেপসি, বম্বে ডাইয়িং, ফিলিপ্স, এলজি, গোদ্রেজ ইত্যাদি নামী ব্রান্ডের হয়ে মডেলিংয়ের সুযোগ পেয়েছিলেন। শাহরুখ খানের সঙ্গে হুন্ডাইয়ের বিজ্ঞাপন করেছিলেন। ১৯৯৯ সালে একটি বিউটি কন্টেস্টে অংশ নিয়েছিলেন। প্রথম পাঁচজনের মধ্যে উঠেছিল তাঁর নাম।

২০০০ সালে জাপানে একটি বিউটি কন্টেস্টে অংশ নিতে গিয়েছিলেন। ফিরে এসে ‘স্বদেশ’ ছবিতে নায়িকা হিসেবে সুযোগ পান। ছবি হিট হয়নি। কিন্তু বলিউডে ভালো নামডাক হয়ে যায় তাঁর। অন্য ছবির অফার আসতে শুরু করে। কিন্তু গায়ত্রী আর সিনেমা করেননি। এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করতে শুরু করেন। প্রথম ছবির পরেই বিয়ে করেন বিকাশ ওবেরয়কে। তিনি ওবেরয় কন্সট্রাকশনের প্রোমোটার। বিকাশের মোট সম্পত্তির পরিমাণ ২২ হাজার ৮০০ কোটি টাকা। দেশের সেরা ১০০ ধনীর মধ্যে বিকাশ অন্যতম। বিয়ের পর দেশ ছেড়ে যাননি গায়ত্রী। দুই সন্তান নিয়ে মুম্বাইয়ে তাঁর সুখের সংসার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.