panchayat election in west bengal 2023: সায়ন্তিকার গাড়ি ধরে ‘চোর চোর’ স্লোগান, তুলকালাম বাঁকুড়ায়, দেখুন ভিডিও

শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) countdown। দিন যত এগিয়ে আসছে, ততই উত্তাল হচ্ছে বাংলা। nomination দেওয়া নিয়ে অশান্তি চরমে। রোজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরণের খবর আসছে। কোথাও cpim নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কোথাও bjp-এর রক্ত ঝড়ছে। অশান্তি, মারপিট, নমিনেশন ফাইল করতে না দেওয়া ইত্যাদি ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। সব দিক থেকে অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তবে পাল্টা প্রতিরোধও কোথাও কোথাও গড়ে তুলছে বিরোধীরা। লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছে বিরোধীদের। যেমন বাঁকুড়ায় তৃণমূল নেত্রী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিল জনতা। শুধু তাই নয়, তাঁর গাড়ি ঘিরে রীতিমতো ‘চোর চোর’ স্লোগান উঠল। বাধ্য হয়ে গাড়ি ঘুড়িয়ে পালিয়ে গেলেন নেত্রী-অভিনেত্রী।

প্রতিরোধ বিজেপির

ঘটনাটি ঘটে বাঁকুড়া-আরামবাগ জাতীয় সড়কে। বিজেপির অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ তুলে বাঁকুড়া-আরামবাগ জাতীয় সড়ক অবরোধ করেন সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা। অবরোধ চলাকালীন রীতিমতো পুলিশের কনভয় নিয়ে সেখানে উপস্থিত হন সায়ন্তিকা। তবে তিনি গাড়ি থেকে নামেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সায়ন্তিকা।
panchayat election in west bengal 2023: সায়ন্তিকার গাড়ি ধরে ‘চোর চোর’ স্লোগান, তুলকালাম বাঁকুড়ায়

অভিনেত্রীর কনভয় ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে ক্ষুব্ধ জনতা। তাঁদের অনেকের হাতে বিজেপির ঝাণ্ডা দেখা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, যুব নেত্রী সায়ন্তিকার গাড়িতে হামলা করেছে বিজেপি। যদিও বিক্ষোভ ছাড়া হামলার কোনও ভিডিও দেখা যায়নি। অন্যদিকে, বিজেপির বক্তব্য, অভিনেত্রী বাইরে থেকে লোক এনে অশান্তি পাকাতে চাইছিলেন। তাই তাঁকে রুখে দিয়েছে জনতা।

আসলে ঘটনার সূত্রপাত আগের দিন থেকে। সোনামুখীতে স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে যখন বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তখন অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। দু’পক্ষের হাতাহাতিতে এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। বিধায়কের অভিযোগ, তাঁরা দল বেঁধে মনোনয়ন দিতে যাচ্ছিলেন, তখন হামলা হয়। পুলিশ দূরে দাঁড়িয়ে থেকে নীরব দর্শক ছিল। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বিক্ষোভের মুখে পড়ে শেষে পিছু হটেন অভিনেত্রী। গাড়ি ঘুড়িয়ে চলে যান। এই বিক্ষোভের নেতৃত্ব দেন সৌমিত্র খাঁ ও দিবাকর ঘরামি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.