Actor death: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অভিনেতা (Actor death)। কিছুদিন আগেই শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। তারপর হবু বরের সঙ্গে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে খাদে গাড়ি পড়ে যায় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। ঘটনাস্থলেই মারা যান তিনি। এবার সেই সড়ক প্রাণ কেড়ে নিল কেরলের জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধীর। জানা গিয়েছে, সোমবার ভোররাতে কেরলের ত্রিশূরের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। ঘটনা স্থলেই তিনি মারা যান। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তাঁর আরও তিন সহ অভিনেতা গুরুতর জখম হয়েছেন। তাঁরা ওই গাড়িতেই ছিলেন। পুলিশ জানিয়েছে, জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক।

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ দুর্ঘটনা ঘটে। ত্রিশূরের কায়াপ্পামঙ্গলম পানাম্বিকুনের কাছে একটি ট্রাক এসে সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে অভিনেতা কোল্লাম সুধী ছাড়া ছিলেন আরও তিন শিল্পী। পুলিশ জানিয়েছেন, তাঁদের নাম উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ। সংঘাত এত বেশি জোরে ছিল যে, অভিনেতার গাড়ি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মূলত সিরিয়াল অভিনেতা হলেও একাধিক ছবিতেও কাজ করেছেন কোল্লাম সুধী। মূলত মিমিক্রি শিল্পী হিসেবে তিনি বেশি বিখ্যাত ছিলেন। তাঁর এই হঠাৎ মৃত্যু ইন্ডাস্ট্রি মেনে নিতে পারছে না। সোমবার থেকে হঠাৎ করে জনপ্রিয় কমেডি অভিনেতা ‘নেই’। এটা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। ২০১৫ সালে ‘কান্থারি’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন প্রয়াত কোল্লাম সুধী। এছাড়া, কাটাপান্না, কুত্তানাদান-সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.