রিলিজ হতে আরও কিছু দিন বাকি। কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিচালক ওম রাউত এবং ‘সীতা’ কৃতি স্যানন। তিরুপতির ভেঙ্কটেশ মন্দিরে ছবির সাফল্য কামনায় পুজো দিতে গিয়েছিলেন ওম ও কৃতি। মন্দির চত্বরে ‘সীতা মা’ কৃতির গালে চুমু খেয়ে ঝামেলা বাড়িয়েছেন পরিচালক। আর বিতর্ক থামার নাম নিচ্ছে না। প্রথম প্রতিবাদ করেন তিরুপতি মন্দিরের পূজারী। তিনি বলেন, ‘এখানে এসব চলবে না। এইসব করতে হলে হোটেলে যান’। আর এবার মুখ খুললেন ‘ramayan’ সিরিয়ালের সীতা মা দীপিকা চিখলিয়া। তিনি বলেছেন, রামায়ণ নিয়ে ছেলেখেলা চলছে। কৃতি নিজেকে সীতা ভেবে উঠতে পারেননি। তাই এই কাণ্ড।
দূরদর্শনের ‘রামায়ণ’ সিরিয়ালে সীতার ভূমিকায় অভিনয় করেন দীপিকা চিখলিয়া। রাম হয়েছিলেন অরুণ গোভিল। ১৯৮৭ সালের জানুয়ারি মাসে প্রথম এপিসোড সম্প্রচারিত হয়।
কী বলেছেন দীপিকা চিখলিয়া ?
আজতক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, ‘এই সমস্যাটা আজকালকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের। এরা চরিত্রের মধ্যে ঢুকতে পারে না। চরিত্রের গভীরতা বুঝতে পারে না। আবেগ বোঝে না। কৃতি নিজেকে সীতা ভাবতে পারেননি। তাঁর কাছে ‘আদিপুরুষ’ আর পাঁচটা সিনেমার মতোই। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে পারেননি। কৃতি আজকালকার অভিনেত্রী। এখন চুমু খাওয়া বা আলিঙ্গন করা কেউ খারাপ ভাবে দেখে না। কৃতি সীতা হতে পারেননি। এখন সিনেমার শ্যুটিং শেষ মানে চরিত্র শেষ। আমি যখন সীতা মা হয়েছিলাম। তখন সেই চরিত্রের মধ্যেই বেঁচে থাকতাম। শ্যুটিংয়ের সময় আমরা কেউ নাম ধরে ডাকতাম না। মানুষ সম্মান করত। পায়ে হাত দিয়ে প্রণাম করত। সে যুগ আলাদা ছিল। আমাদের মানুষ ঈশ্বরের আসনে বসাত। তাই আমরা কেউ জড়িয়ে ধরতে বা চুমু খেতে পারতাম না। মানুষের আবেগে আঘাত করতাম না। আদিপুরুষ-এর অভিনেতা-অভিনেত্রীরা এখন হয়ত অন্য প্রজেক্টে ব্যস্ত। ওদের কাছে এসবের কোনও গুরুত্ব নেই’।দূরদর্শনের ‘রামায়ণ’ সিরিয়ালে সীতার ভূমিকায় অভিনয় করেন দীপিকা চিখলিয়া। রাম হয়েছিলেন অরুণ গোভিল। ১৯৮৭ সালের জানুয়ারি মাসে প্রথম এপিসোড সম্প্রচারিত হয়।
No comments:
please do not enter any spam link in the comment box