১৩ বছরের কিশোরীর সঙ্গে সোশ্যাল সাইটে বন্ধুত্ব করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করল উঠতি গায়ক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের কাছে। দু’বছর আগে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্ব হয় গায়কের। তারপর তাকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গায়ক। তবে মেয়েটি তখন তার পরিবারের কাছে কিছু জানায়নি। ধর্ষণের ছবি তুলে রেখেছিল ওই গায়ক। সেই ছবি সদ্য সোশ্যাল সাইটে পোস্ট করে অভিযুক্ত। আর তখনই পুরো বিষয়টি জানাজানি হয়। গুরুগ্রামের পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার অভিযুক্ত গায়ক। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গায়কের নাম বাবুল বিহারি। মূলত ভোজপুরি গান গায় সে। কিছুদিন আগে তার ‘লেহেঙ্গা উঠাকে’ গান খুব হিট করেছিল।
অভিযুক্তের বিরুদ্ধে POCSO ধারায় মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাকে মনোবিদের কাছে পাঠিয়েছে পুলিশ। এর পাশাপাশি আইটি ধারাতেও বাবুল বিহারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গুরুগ্রামের ১৪ নম্বর সেক্টর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পরিবারের অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। অভিযুক্ত বাবুল বিহারির বয়স ২১ বছর। আসল নাম অভিষেক। বাড়ি বিহারে। ইউটিউব চ্যানেলে গানের ভিডিও বানিয়ে পোস্ট করে। ইউটিউবে তার ২ মিলিয়ন ফলোয়ার।
কীভাবে ফাঁস হল ঘটনা ?
গুরুগ্রামের পুলিশ জানিয়েছে, দু’বছর আগে বাবুল বিহারি রাজীব নগর এলাকায় থাকত। সেখানেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ১৩ বছরের কিশোরীর সঙ্গে আলাপ হয়। তারপর দেখাসাক্ষাৎ শুরু করে ওই যুবক। একদিন ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে যায় সে। সেখানে ধর্ষণ করে। তারপর মেয়েটির কিছু ছবি তুলে রাখে বাবুল বিহারি। ভয়ে-লজ্জায় বাড়িতে মেয়েটি কিছু জানায়নি। তখনকার মতো ঘটনা ধামাচাপা পড়ে যায়। কিছুদিন আগে বাবুল সেই সব ছবি ইন্সটাগ্রামে আপলোড করে। মেয়েটির বাড়ির লোক সেই ছবি দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন মেয়েটি বাড়ির লোকেদের সব ঘটনা খুলে বলে। গত বুধবার তাঁরা থানায় অভিযোগ দায়ের করে।অভিযুক্তের বিরুদ্ধে POCSO ধারায় মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাকে মনোবিদের কাছে পাঠিয়েছে পুলিশ। এর পাশাপাশি আইটি ধারাতেও বাবুল বিহারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গুরুগ্রামের ১৪ নম্বর সেক্টর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পরিবারের অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। অভিযুক্ত বাবুল বিহারির বয়স ২১ বছর। আসল নাম অভিষেক। বাড়ি বিহারে। ইউটিউব চ্যানেলে গানের ভিডিও বানিয়ে পোস্ট করে। ইউটিউবে তার ২ মিলিয়ন ফলোয়ার।
No comments:
please do not enter any spam link in the comment box