মায়ের চড়া মেক আপ, চিনতে পারছে না ছেলে, viral video দেখুন

Social media- য় মাঝে মাঝেই viral video ঘিরে নেট পাড়ায় রীতিমতো হইচই পড়ে যায়। কোথাও মজার ভিডিও, কোথাও ট্রাজিডি। ভাইরাল ভিডিওর অভাব নেই। সোশাল সাইটের যুগে মোবাইল হাতে যেকোনও ঘটনা তুলতে পারলেই কেল্লাফতে। আজকাল সেইসব ভিডিও থেকে রোজগারও করছেন অনেকে। রিল বা শর্ট ভিডিও বানিয়ে। এই ভাইরাল ভিডিও থেকে অনেক ক্ষণস্থায়ী স্টার তৈরি হয়। যেমন, রানু মণ্ডল বা বাদাম কাকু। আবার নতুন কিছু ভাইরাল হলে এক পলকে তাঁদের ভুলে যেতে কারও সময় লাগে না। যাই হোক, তবুও ভিডিও ভাইরাল চলছে। বিশেষ করে ছোট বাচ্চাদের ভিডিও বেশি পচ্ছন্দ করেন সবাই। সেই তালিকায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক ছোট্ট বাচ্চা ছেলে তার মাকে চিনতে পারছে না। কারণ, মা এতটাই চড়া মেক আপ করেছেন।


ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নীল লেহেঙ্গা পরে মুখে চড়া মেক আপ নিয়ে একটি একরত্তির সামনে এসে এক মহিলা দাঁড়ায়। তাঁকে দেখে কাঁদতে শুরু করে সেই বাচ্চা। মা যতই তাকে কোলে নেওয়ার চেষ্টা করছে, ততই সে দূরে সরে যাচ্ছে। মহিলা যখন বলছেন, “আমি তোর মা”। তখন বাচ্চার কান্না আরও বেড়ে যাচ্ছে। সে ভাবছে, মা তো এখানেই ছিল। এখন তাকে ফেলে কোথায় গেল ? আসলে সে কোনও দিন মা কে এত চড়া মেক-আপে দেখেনি। তাই ভয় পেয়ে গিয়েছে। মহিলা কিছুতেই তাকে বোঝাতে পারছেন না। শুধু কেঁদেই চলেছে সে। দৌড়ে পালিয়ে যাচ্ছে। ভিডিও টি কোন বিউটি পার্লারে তোলা।

এই ভিডিও দেখে হাসি চেপে রাখতে পারছে না নেট নাগরিকরা। কেউ কেউ লিখেছেন, মেক আপের কী মহিমা। অনেকে আবার সিরিয়াস হয়ে নীতি পুলিশের মতো পরামর্শ দিয়েছেন। এত মেক আপে মন না দিয়ে বাচ্চাটিকে ভালোভাবে মানুষ করুন। তবে শেষ পর্যন্ত মাকে সেই বাচ্চা চিনতে পারল কিনা তা জানা যায়নি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.