রূপা গাঙ্গুলি ছেড়ে যাওয়ার মাস ঘোরার আগেই বন্ধের মুখে ‘meyebela’ ? কী বলছে চ্যানেল ?

সিরিয়াল তার ‘নীতি’ হারিয়েছে, তাই ছেড়ে গিয়েছিল ‘বীথি’। অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায়। নতুন বীথি অনুশ্রী দাস। কিন্তু জমল কই ? রূপার ছেড়ে যাওয়া চরিত্রে অনুশ্রীকে দর্শক তেমন নিল না। আর তার ফল স্বরূপ যা হবার তাই হল ? TRP তে মহাপতন। কিছুতেই পতন রোখা যাচ্ছে না। চলতি সপ্তাহে প্রথম দশের তালিকা থেকেই ছিটকে গিয়েছে ‘meyebela’। দীর্ঘ সাত বছর পর মেয়েবেলা সিরিয়াল দিয়ে comeback করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। দর্শকের যেমন প্রত্যাশা ছিল, তেমন ভালো টিআরপির আশা করে চ্যানেল। প্রত্যাশা মতো রেজাল্ট না হলেও ধারাবাহিকটি লোকে ভালো বলছিল। অন্য ধরণের গল্পের স্বাদ পাওয়া গিয়েছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সিরিয়াল সেই বাঁধা ছকে চলতে লাগল। সেই শাশুড়ি – বউমার দ্বন্দ্ব। বস্তাপচা এই ট্র্যাক নিয়ে প্রবল আপত্তি ছিল রূপা গাঙ্গুলির। তাই মাঝ পথে সিরিয়াল ছেড়ে দেন তিনি। আর তারপর থেকে মেয়েবেলা নিয়ে আগ্রহ কমে যায় দর্শকের।

কেন বন্ধ হচ্ছে মেয়েবেলা ?

কিছু দিন আগেই স্টার জলসা চ্যানেল ঘোষণা করে ১২ জুন থেকে ‘মেয়েবেলা’ স্লটে অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখেনো হবে ‘সন্ধ্যাতারা’। নতুন ধারাবাহিক। তাহলে কী হবে ‘মেয়েবেলা’র। তার কোনও সদুত্তর চ্যানেল এখনও দেয়নি। নতুন কোনও সময়ে সিরিয়ালটি দেখানো হবে কিনা, তার কোনও ঘোষণা করা হয়নি। তবে টেলিপাড়ায় জোর গুঞ্জন সিরিয়ালটি শেষ করতে চাইছে নির্মাতারা। সুরিন্দর ফিল্মস নাকি তেমন সিদ্ধান্ত নিয়েছে। খারাপ টি আর পি’র লজ্জা নিয়ে আর তারা সিরিয়ালটি টানতে চাইছে না। অবশ্য সরকারিভাবে প্রযোজনা সংস্থা থেকে কিছু জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই অনেকে ফুঁসে উঠেছেন। কেউ লিখেছেন, বীথি চরিত্রে অনুশ্রী দাসকে আর একটু স্ময় দেওয়া দরকার ছিল। অন্য কেউ লিখেছেন, ভালো জিনিস স্টার জলসার পোষায় না। এক্কা দোক্কা বা গুড্ডির মতো বস্তাপচা সিরিয়াল বন্ধ না করে মেয়েবেলার মতো ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে টেলি পাড়ায় আলোচনা চলছে, অন্য একটি স্লটে সিরিয়ালটি চালাতে চেয়েছিল চ্যানেল। সেই স্লট পচ্ছন্দ হয়নি নির্মাতাদের। তাই পাঁচ মাসের মাথায় ঝাঁপি পড়ছে সিরিয়ালের। চলতি বছরের জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছিল ‘মেয়েবেলা’র।

READ MORE: হাসপাতালে ভর্তি Mahabharat-এর শকুনি মামা গুফি পেন্টাল, জানুন কী হয়েছে তাঁর ?  

শুরু থেকেই টিআরপিতে তেমন ভালো ফল করতে পারেনি ‘মেয়েবেলা’। চলতি সপ্তাহেও আশা ব্যঞ্জক নয়। তাই জুন মাসেই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে ‘মেয়েবেলা’র। বীথি মাসিকে আপনারা কতটা মিস করবেন ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.