Puri Snan jatra: জগন্নাথ দেবের স্নানযাত্রা কী, কেন করা হয় ? দর্শনে কী পুণ্য লাভ হয় ? জানুন বিস্তারিত

নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে।

বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ।।

যিনি গৌর, যিনি নিতাই, তিনিই কৃষ্ণ, আবার তিনিই জগন্নাথ। অর্থাৎ জগতের পতি। পুরী হল মর্তের বৈকুন্ঠ ধাম। এখানে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে বাস করেন। সারা বছর নানা ধরণের উৎসব থাকলেও পুরীর প্রধান দুটি উৎসব স্নানযাত্রা এবং রথযাত্রা। এই দুটি উৎসব দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের পদধূলিতে মুখরিত হয়ে ওঠে পুরীধাম। আগামী ৪ জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা (Puri Snan jatra)। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। কথায় বলে, যে ব্যক্তি একবার স্নানযাত্রা দর্শন করেন, তিনি সহস্রবার গ্নঙ্গা স্নানের পূণ্য লাভ করেন। তাই ভক্ত সমাগম হতে শুরু করেছে। তীব্র গরম উপেক্ষা করেই মানুষ আসছেন।

স্নানযাত্রার সূচনা

স্কন্ধ পুরাণ অনুসারে, রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রী জগন্নাথ দেবের নীম কাঠের বিগ্রহ প্রতিষ্ঠার পর স্নানযাত্রার সূচনা করেন। সেই তবে থেকেই এই রীতি চলছে। আসলে স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বলা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমায় পালিত হয় স্নানযাত্রা। আগের দিন সন্ধ্যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ মন্দির থেকে বিরাট শোভা যাত্রা করে এনে স্নান বেদীতে রাখা হয়। ভক্তরা এই সময় বিগ্রহ দর্শন করতে পারেন। ওই বেদীকে বলা হয় স্নান মণ্ডপ। অনুষ্ঠানের দিন ঐতিহ্যবাহী ফুল, বাগান ও বৃক্ষের চিত্রকল্প দিয়ে সাজানো হয় স্নান মণ্ডপ।

অনুষ্ঠান পদ্ধতি

মণ্ডপ ফুলের পাশাপাশি তোরণ, বিভিন্ন ধরণের পতাকা দিয়ে সাজানো হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ফুলের সজ্জায় সাজানো হয়। তারপর ধুপ ও ধুনো দিয়ে হয় আরতি। মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তা শুদ্ধ করা হয়। তারপর ১০৮ টি কলসি দিয়ে সেই জল নিয়ে এসে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর সেই দিন সন্ধ্যায় জগন্নাথ ও সুভদ্রা-বলরাম বিগ্রহকে গণেশের সাজে সাজানো হয়। হস্তিমুখ-বিশিষ্ঠ মস্তকাবরণী পড়ানো হয়। জগন্নাথের এই সজ্জাকে বলা হয় ‘গজবেশ’।

স্নানযাত্রার পর ১৫ দিন মন্দির বন্ধ থাকে। বিশ্বাস এই সময় শ্রী প্রভুর জ্বর আসে। তাই তিনি বিশ্রাম নেন। রাজবৈদ্য দ্বারা তৈরি পাচন খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। ১৫ দিন পর নেত্র উৎসবের মাধ্যমে তিনি চোখ খোলেন। তখন রাজবেশে ভক্তদের সামনে আসেন। তখনই হয় রথযাত্রা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.