the trail hotstar trailer: যিশু সেনগুপ্তকে কেন চড় মারলেন কাজল ? ঠিক কী ঘটনা ঘটেছে ?

the trail hotstar trailer: যিশু সেনগুপ্তকে কেন চড় মারলেন কাজল ? ঠিক কী ঘটনা ঘটেছে ?
বাংলা ছেড়ে অনেক দিন আগেই বলিউড ও সাউথের ইন্ডাস্ট্রিতে পা রেখেন যিশু সেনগুপ্ত। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে জমিয়ে অভিনয় করছেন। চরিত্র ছোট হোক বা বড়। সব কিছুতে অসাধারণ অভিনয় করে ছাপ রাখতে পারেন তিনি। কিছুদিন আগেই মালায়লাম ছবি ‘শকুন্তলা’তে ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেন। এবার তাঁকে দেখা যাবে কাজলের বিপরীতে। এর আগে রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালানদের সঙ্গে কাজ করেছেন। hotstar-এর নতুন webseries the trail দেখা যাবে যিশুকে। ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। শুরুতেই স্বামীর ভূমিকায় যিশুকে জোরে চড় মারেন কাজল। কিন্তু কেন ? কী তাঁর অপরাধ ?
the trail hotstar trailer: যিশু সেনগুপ্তকে কেন চড় মারলেন কাজল ? ঠিক কী ঘটনা ঘটেছে ?

দমদার কাজল

অভিনেত্রী হিসেবে কাজল বরাবর এক নম্বরে। শুধুমাত্র অভিনয়ের জোরে একসময় হিন্দি সিনেমায় রাজত্ব করেছিলেন তিনি। এবার এই সিরিজের প্রচার কৌশল বেশ অন্য রকম নিয়ে ছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ঝড় চলছে বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন। নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়। শেষে জানা যায়, ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজের প্রচারের একটি অংশ ছিল। ট্রেলার রিলিজ হওয়ার পর দেখা গেল, পুরো কাজলের ঝলক। ফের যে তিনি সেরা, শুধুমাত্র ট্রেলারেই তা প্রমাণ করে দিলেন।
the trail hotstar trailer: যিশু সেনগুপ্তকে কেন চড় মারলেন কাজল ? ঠিক কী ঘটনা ঘটেছে ?

ট্রেলারের প্রথমেই দেখা গিয়েছে, স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় কাজলের সামনে। আর তার জেরে জেলযাত্রা হয় স্বামীর। চূড়ান্ত অনিশ্চয়তায় পড়ে যায় সংসার। আশংকায় ভুগতে থাকে সন্তানরা। এই পরিস্থিতিতে নিজে নামেন কাজল। তুলে নেন উকিলের পোশাক। তবে দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত পরিসর দূরে রাখতে পারবেন কাজল ? ন্যায়ের রাস্তায় কতদূর এগতে পারবেন তিনি ? স্বামীকে মাপ করে দিয়ে ফের সুখের সংসার সাজাতে পারবেন? এই রকম একাধিক প্রশ্নের মুখে ট্রেলার দাঁড় করিয়ে দিয়েছে। এখানে কাজলের নাম নয়নিকা সেনগুপ্ত। মানে বাঙালি চরিত্র। তবে কোনও বাংলা সংলাপ তাঁর মুখে শোনা যায়নি। ‘দ্য ট্রায়াল’ সিরিজ ১৪ জুলাই থেকে হটস্টারে দেখানো হবে।

যিশু যে এই সিরিজে কাজ করছেন অনেকদিন আগেই তা ঘোষণা হয়ে গিয়েছিল। শুধু কাজল সাসপেন্স রাখা হয়। যিশু এর আগে মর্দানি, মর্দানি ২, ক্রিমিন্যাল জাস্টিস ইত্যাদি সিনেমা, সিরিজে কাজ করেছেন। রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালানের সঙ্গে জুটি বেঁধেছেন। এবার কাজল। নতুন জুটি কেমন হল ? দেখার জন্য সবাই মুখিয়ে আছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.