ফ্রক পরে চেয়ারে বসে একরত্তিকে চিনতে পারলেন ? এখনকার নামকরা অভিনেত্রী

ফ্রক পরে চেয়ারে বসে একরত্তিকে চিনতে পারলেন ? এখনকার নামকরা অভিনেত্রী

ছোট্ট একটি মেয়ে। হাসি মুখে চেয়ারে বসে আছে। ঘাড় পর্যন্ত কাটা চুল, কানে সোনার দুল। ফ্রক পরে হাসছে সে। চেনা যায় আজকের নামকরা এই অভিনেত্রীকে ? হাসিটা চেনা চেনা লাগছে ? অনেকেই হয়তো এখনও ধরতে পারেননি। ছোট পর্দার নামী অভিনেত্রী। বাদ যায়নি বড় পর্দাও। তাও চিনতে পারলেন না ? আচ্ছা, এবার একটু ধরিয়ে দিই। কিছুদিন আগেই স্টার জলসার হিট সিরিয়ালের নায়িকা ছিলেন তিনি। এখন জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। সদ্য সেই সিরিয়ালের প্রোমো রিলিজ করেছে চ্যানেল। এবার চিনতে পারলেন ? ঠিক ধরেছেন ছোট পর্দার নামী অভিনেত্রী মানালি দে (manali dey)। এটা তাঁর ছোটবেলার ছবি।

ফ্রক পরে চেয়ারে বসে একরত্তিকে চিনতে পারলেন ? এখনকার নামকরা অভিনেত্রী

২০০৯ সালে স্টার জলসার ‘বউ কথা কও’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল। তারপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ‘অচিন পাখি’, ‘গোত্র’ সিনেমাতে। কিছুদিন আগেই স্টার জলসায় শেষ হয়েছে ‘ধুলো কণা’। সেখান ফুলঝুড়ির চরিত্রে মানালির অভিনয় দর্শকের মন জয় করেছিল। এবার তাঁকে দেখা যাবে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। ইতিমধ্যেই প্রোমো চলে এসেছে।

মানাই দে তাঁর ছোটবেলার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। সঙ্গে গান দিয়েছেন ‘দিল হ্যায় ছোটা সা’। সেই ছবির নীচে বহু ভক্ত যেমন কমেন্ট করেছেন, তেমনি বাদ যায়নি ইন্ডাস্ট্রির সহকর্মীরা। দেবোময় মুখোপাধ্যায় লিখেছেন, কী মিষ্টি রে ! আবার অর্ঘ্য মুখোপাধ্যায় লিখেছেন, ভীষণ মিষ্টি। এক ভক্ত লিখেছেন, তুমি একই আছো, শুধু চুল বড় হয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.