একটি মাত্র কারনের জন্য শাহরুখ খানের সঙ্গে কোনওদিন অভিনয় করেননি akshay kumar

একটি মাত্র কারনের জন্য শাহরুখ খানের সঙ্গে কোনওদিন অভিনয় করেননি akshay kumar
Bollywood-এ তাঁরা দুজনেই সুপারস্টার। সবথেকে বেশি পারিশ্রমিক নেন। কিন্তু আজ পর্যন্ত কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। শাহরুখ খান ও অক্ষয় কুমার (akshay kumar) । দু’জনের জীবন ধারণ সম্পূর্ণ আলাদা। একজনের কাজ শুরু হলে সময়ের মাত্রাজ্ঞান থাকে না। আর একজন নির্দিষ্ট রুটিন মেনেই কাজ করতে পচ্ছন্দ করেন। অনেক প্রযোজক তাঁদের একসঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু হয়ে ওঠেনি। শুধুমাত্র যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে কেমিও করেছিলেন অক্ষয়। ওই প্রথম, ওই শেষ। আর কোনওদিন দুই স্টার একসঙ্গে অভিনয় করেননি। কিন্তু কেন ? অনেকেই ভাবেন, শাহরুখ আর অক্ষয়ের সম্পর্ক বোধহয় ভালো না। আসলে তা নয়। তাহলে সত্যিটা কী ?
একটি মাত্র কারনের জন্য শাহরুখ খানের সঙ্গে কোনওদিন অভিনয় করেননি akshay kumar

এর উত্তর একটি সাক্ষাৎকারে দিয়েছিলেন অক্ষয় কুমার। কেন তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করেন না ? উত্তরে আশ্চর্য জবাব দিয়েছিলেন তিনি। অক্ষয় বলেন, “জানি না, আমরা কোনওদিন একসঙ্গে কাজ করতে পারব কিনা। কারণ আমি যখন কাজ সেরে বাড়ি ফিরি, উনি তখন কাজে যান। আবার শাহরুখ যখন কাজ থেকে ফেরেন, আমি তখন বেড়িয়ে যাই”। আসলে অক্ষয় কুমার নির্দিষ্ট রুটিন মেনে দিনে কাজ করেন। আট ঘণ্টা মানে আট ঘণ্টাই। তার বেশি নয়। খুব দরকার না থাকলে তিনি দিনের কাজ দিনেই শেষ করেন। সাধারণত নাইট শিফট করেন না। শাহরুখ পুরো উল্টো। তিনি রাত্রে কাজ করতে ভালোবাসেন। দিনে শ্যুটিং সাধারণত রাখেন না। তাই ইন্ডাস্ট্রিতে তিনি নিশাচর নামে খ্যাত।
একটি মাত্র কারনের জন্য শাহরুখ খানের সঙ্গে কোনওদিন অভিনয় করেননি akshay kumar

অক্ষয় যেমন দিনে কাজ করতে ভালোবাসেন, ঠিক তেমনি শাহরুখ রাতে। তাঁদের সেডিউলের কোনওদিন মিল হয় না। তাই একসঙ্গে কোনওদিন শাহরুখ-অক্ষয়কে দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ। এব্যাপারে শাহরুখ বলেন, অক্ষয় তাঁর খুব ভালো বন্ধু। তাঁর সঙ্গে সম্পর্ক খুব ভালো। কিন্তু অক্ষয় তাঁর থেকে আলাদা। সেই জন্য কোনওদিন হয়তো তিনি অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারবেন না। যদিও ভক্তরা তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে চায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.