Shatabdi Roy and Deboshree Roy competition: দেবশ্রী রায়ের দু’চোখের বিষ ছিলেন শতাব্দী, কেন সহ্য করতে পারতেন না ? জানা গেল আসল কারণ
সিনেমা জগতে সহকর্মী হয়, কিন্তু বন্ধু কেউ হয় না। যাঁরা বন্ধুত্বের ‘নাটক’ করেন, তাঁরাও জানেন আসলে রেষারেষি অনেক ভিতরে। ৯০-এর দশকে বাংলা সিনেমায় তিনজন নায়িকা ছিলেন। দেবশ্রী রায়, শতাব্দী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এঁদের মধ্যে দেবশ্রী সবার সিনিয়র। কিন্তু সিনিয়র হলে কী হবে, প্রতিযোগিতা ছিল চূড়ান্ত। কে এক নম্বর এই নিয়ে চলত জোর চর্চা। মহুয়া রায়চৌধুরীর মৃত্যু পর এক নম্বর স্থান দখল করেন দেবশ্রী। তখন আর তেমন কেউ ছিলেন না। এরপর আশির দশকের শেষে আসেন শতাব্দী রায়। পরপর হিট ছবি। মঙ্গলদ্বীপ, পরশমণি, গুরুদক্ষিণা ইত্যাদি। এত হিটের জেরে শতাব্দীকে এক নম্বর বলে দাবী করতে শুরু করলেন তাঁর অনুগামীরা। এর এতেই শুরু হল প্রতিযোগিতা (competition)। সেটা মাত্রায় এত বেশি ছিল যে একে অপরের মুখ দেখতেন না। কথা বলা বা একসঙ্গে কাজ করা তো দূরের কথা।
সিনেমায় কাজ করার সময় সম্পর্ক ভালো না হলেও এখন দুজনের মনোমালিন্য কমে গিয়েছে। কারণ, এখন দুজনেই সিনেমা থেকে অনেক দূরে। শতাব্দী জানান, ‘এখন আমাদের রিলেশন ভালো। দেখা হলে খুব ভালো লাগে। দুজনের মধ্যে অনেক কথা হয়। অনেক কিছু শেয়ার করি। দেবশ্রীও অনেক কিছু শেয়ার করেন। এখন আর সেই বিদ্বেষ নেই। যেটা সিনেমায় কাজ করার সময় ছিল’। দেবশ্রীর পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও মাঝে খারাপ সম্পর্ক গড়ে ওঠে শতাব্দীর। তাঁর পরিচালিত ‘ওম শান্তি’ নামের ছবির পোস্টারে কার মুখ থাকবে তা নিয়ে ঋতুপর্ণার সঙ্গে বিবাদ বাঁধে। এখন অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।
কেন সংঘাত ?
একটি সাক্ষাৎকারে শতাব্দী রায় জানিয়েছিলেন, ‘দেবশ্রীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। আসলে ওঁর কাছ থেকে কোনও দিন ভালো ব্যবহার পাইনি। কোনও দিন আমাকে সেভাবে ওয়েলকাম করেনি। রেষারেষি ছিল। কে এক নম্বর ? তা নিয়ে চর্চা চলত’। শতাব্দীর আরও সংযোজন, দেবশ্রী রায় আমাকে সহ্য করতে পারতেন না। একটা সিনেমায় (শ্রদ্ধাঞ্জলি) একসঙ্গে কাজ করেছিলাম। শ্যুটিং ছাড়া কেউ কারও সঙ্গে কথা বলতাম না। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের খুব সুন্দরভাবে সামলে ছিলেন, যাতে কোনও ঝামেলা না হয়।সিনেমায় কাজ করার সময় সম্পর্ক ভালো না হলেও এখন দুজনের মনোমালিন্য কমে গিয়েছে। কারণ, এখন দুজনেই সিনেমা থেকে অনেক দূরে। শতাব্দী জানান, ‘এখন আমাদের রিলেশন ভালো। দেখা হলে খুব ভালো লাগে। দুজনের মধ্যে অনেক কথা হয়। অনেক কিছু শেয়ার করি। দেবশ্রীও অনেক কিছু শেয়ার করেন। এখন আর সেই বিদ্বেষ নেই। যেটা সিনেমায় কাজ করার সময় ছিল’। দেবশ্রীর পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও মাঝে খারাপ সম্পর্ক গড়ে ওঠে শতাব্দীর। তাঁর পরিচালিত ‘ওম শান্তি’ নামের ছবির পোস্টারে কার মুখ থাকবে তা নিয়ে ঋতুপর্ণার সঙ্গে বিবাদ বাঁধে। এখন অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box